Elon Musk আদৌ টুইটার কিনবেন তো? সংশয় চুক্তি নিয়ে

Elon Musk

জাস্ট দুনিয়া ডেস্ক: Elon Musk আদৌ টুইটার কিনবেন তো? সম্প্রতি সংশয় দেখা দিয়েছে তাঁর করা চুক্তি নিয়ে। টেসলার প্রধান নির্বাহী আধিকারিক এবং বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দামে টুইটার কিনছেন বলে বেশ কিছু দিন ধরে আলোচনা হচ্ছে। তবে টুইটার কেনার ক্ষেত্রে তাঁর শর্ত, মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম স্প্যাম বট থাকার প্রমাণ দিতে হবে। মঙ্গলবার মাস্ক জানা‌ন, তাঁর শর্ত পূরণ করা না হলে তিনি চুক্তির বিষয়টি নিয়ে আর এগোতে চান না। তবে এর আগে তিনি টুইটার কেনার জন্য যে পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছিলেন, তা কমানোর ইঙ্গিতও দিয়েছেন।

এ দিন মাস্ক টুইটারে লেখেন, ‘টুইটারের প্রধান নির্বাহী আধিকারিক এই প্ল্যাটফর্মে থাকা ভুয়ো অ্যাকাউন্ট (স্প্যাম বট) নিয়ে তথ্য জানাতে অসম্মত হয়েছেন। তারা দাবি করেছে, ৫ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো। তবে এর প্রমাণ যত ক্ষণ না পাব, তত ক্ষণ চুক্তি নিয়ে এঘোব না।’

মাস্কের এই টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারের পক্ষে থেকে বলা হয়, মাস্কের সম্মত হওয়া দাম ও শর্তে যতটা দ্রুত সম্ভব টুইটার বিক্রির চুক্তি সম্পন্ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

অন্য দিকে, টুইটারের শেয়ারের দাম মঙ্গলবার আরও ৩ শতাংশ পড়ে যায়। ওই দিন টুইটারের প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ৩৬.৩১ মার্কিন ডলার। এর আগে মাস্ক টুইটারের প্রতিটি শেয়ারের দাম ৫৪.২০ মার্কিন ডলার দিতে চেয়েছিলেন। কিন্তু শেয়ারের দাম পড়ে যাওয়ায় এখন আর আগের দামে তিনি টুইটার কিনবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Elon Musk

গত সপ্তাহে টুইটারের ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য হাতে না পাওয়ায় সংস্থাটি কেনার বিষয় মাস্ক স্থগিত করেন। তিনি জানান, টুইটার যতই বলুক সেখানে ভুয়ো অ্যাকাউন্ট মাত্র ৫ শতাংশ, কিন্তু তাঁর ধারণা, টুইটারে ২০ শতাংশের বেশি ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে।

এর আগে গত সোমবার মায়ামিতে অল-ইন সামিট ২০২২-এ মাস্ক বলেন, ‘‘ওরা যা দাবি করে, তার চেয়ে খারাপ অবস্থায় থাকা একটা প্ল্যাটফর্মের দাম এ রকম হতে পারে না।’’

টুইটারের দাম কমানো হলে চুক্তি টিকবে কি না, এমন প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘‘এটা প্রশ্নাতীত নয়। আমি যত প্রশ্ন করব, আমার উদ্বেগ তত বেড়ে যাবে। তাদের দাবি অনুযায়ী, এটা এমন এক জটিল জিনিস যা কেবল তারাই বোঝে।’’

মাস্কের সমালোচনার পরেও গত সোমবার টুইটারের প্রধান নির্বাহী আধিকারিক পরাগ আগরওয়াল বলেন, ‘‘গত চার বছর ধরে অভ্যন্তরীণ ধারণা অনুযায়ী, টুইটারে ভুয়ো অ্যাকাউন্ট ৫ শতাংশেরও কম। ২০১৩ সাল থেকে এই প্ল্যাটফর্মে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা একই রকম আছে।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)