জাস্ট দুনিয়া ডেস্ক: ২ মাসের লড়াইয়ে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হলেন ৯ হাজার ৭৮১ জন ইউক্রেনের রক্ষক ইউক্রেনের হিরো খেতাব ১৪২ জনকে দেওয়া হল যাঁরা আমাদের রক্ষাকর্তা (Hero Of Ukraine)। ইউক্রেনীয় এবং ইউক্রেনীয়রা রাষ্ট্রকে রক্ষার জন্য সত্যিই গণ তৎপরতা দেখিয়েছে। যে কোনও বয়সে, যে কোনও সম্পত্তির মর্যাদা, যে কোনও শিক্ষা – ইউক্রেনীয় এবং ইউক্রেনীয়রা সমানভাবে রাষ্ট্রের প্রতিরক্ষায় পরিণত হয়েছে। এই যুদ্ধ ইউক্রেনের মানুষের যুদ্ধ হয়ে উঠেছে। এবং দেখিয়েছি যে আমাদের ভূখণ্ড জুড়ে – পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ – ইউক্রেনীয় ধারণা সমান শক্তিশালী, সমান সর্বশক্তিমান। বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি। শুনুন—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)