জাস্ট দুনিয়া ডেস্ক: Imran Khan ক্ষমতাচ্যুত হলেন। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে মধ্যরাতে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু হয়। সেখানেই হেরে যান ইমরান। তাঁর বিরুদ্ধে পড়ে ১৭৪ ভোট। ভোট প্রক্রিয়ার মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে যান ইমরান। পরে হেলিকপ্টারে ইসলামাবাদও ছাড়েন তিনি। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রধান দাবিদার সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছুই বলা যাচ্ছে না।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, শনিবার রাত ১২টার মধ্যে অনাস্থা ভোট শেষ করতে হবে। সেই মতো এ দিন রাতেই পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোট প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ইমরান সেখানে যাননি। তার আগেই ইস্তফা দেন অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাইজার। নতুন স্পিকার হন সরদার আয়াজ সাদিক। এর পরেই শুরু হয় ভোটাভুটির প্রক্রিয়া। পাকিস্তানের স্থানীয় সময় রাত ১২টা ২ মিনিটে ফের অধিবেশন বসে। ভোট প্রক্রিয়ায় দেখা যায়, ইমরানের বিরুদ্ধে মোট ভোট পড়েছে ১৭৪টি।
সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে, ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের কোনও নেতাই দেশ ছাড়তে পারবেন না। ইমরানও তাই পাকিস্তানের বাইরে যেতে পারবেন না বলেই জানা গিয়েছে।
পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীই নিজের ৫ বছরের মেয়াদ শেষ করতে পারেননি। ইমরানও পারলেন না। তবে অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম পাক প্রধানমন্ত্রী তিনি। এর আগে কোনও প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হারেননি।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)