জো বাইডেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট, হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প

Ukraineজো বাইডেন

জাস্ট দুনিয়া ডেস্ক: জো বাইডেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট, হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জয়ী হবেন, এই আশায় শেষ পর্যন্ত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। জয় ঘোষণার কয়েক মিনিট আগেও টুইট করে জয়ের কথাই লেখেন। কিন্তু শেষ হাসি হাসলেন জো বাইডেন। জো বাইডেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট, দ্বিতীয় বার আর হোয়াইট হাউসে ফেরা হল না ট্রাম্পের।

৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকেই বেছে নিলেন আমেরিকার সাধারণ মানুষ। আর ভাইস প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিস। দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এর আগে যদিও ডেমোক্র্যাটদের হয়ে বাইডেনের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন কমলা। তবে পরবর্তী কালে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁকেই বেছে নেন বাইডেন।

বিদেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

এ দিন জয়ের পর কমলা হ্যারিস এবং তাঁর উপর সাধারণ মানুষ আস্থা রেখেছেন বলে সম্মানিত বোধের কথা জানান বাইডেন। রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন তাঁদের। টুইটারে তিনি লেখেন, ‘আমেরিকা, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে বেছে নেওয়ায় আমি সম্মানিত।’ জয় নিশ্চিত করে টুইটারে কমলা হ্যারিস লেখেন, ‘জো বাইডেন বা আমি নই, এ বারের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। এর সঙ্গে আমেরিকার আত্মা জড়িয়ে রয়েছে। জড়িয়ে রয়েছে একসঙ্গে লড়াই করার অদম্য জেদ। সামনে অনেক কাজ। চলুন পথ চলা শুরু করি।’

প্রাক্তন মার্কিন বিদেশ সচিব তথা ২০১৬-তে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যে হিলারি ক্লিন্টন, তিনিও বাইডেন এবং কমলাকে অভিনন্দন জানান। টুইটারে হিলারি লেখেন, ‘ভোটাররাই জবাব দিয়েছেন। আমাদের পরবর্তী প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন তাঁরা। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত, ট্রাম্পকে প্রত্যাখান করেছেন মানুষ, নতুন আমেরিকার যাত্রা শুরু। যাঁরা এই ঐতিহাসিক পরিবর্তনে সাহায্য করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)