জাস্ট দুনিয়া ডেস্ক: Maya Civilization মেক্সিকোর উপদ্বীপে মিলল মায়া সভ্যতার নিদর্শন। মেক্সিকোর ইয়াকাতান উপদ্বীপে সেই সময়কার একটি শহরের সন্ধান পাওয়া গিয়েছে। প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন, শহরটিতে পুরনো প্রাসাদ ও পিরামিড রয়েছে। ওই উপদ্বীপের মেরিডা শহরের পাশে শিল্পপার্ক নির্মাণের জন্য খননকাজ চলার সময় প্রাচীন এই শহরের সন্ধান পাওয়া গিয়েছে।প্রাচীন এই শহর ‘জিওল’ নামে পরিচিত। এখানকার স্থাপত্যগুলো মায়া সভ্যতার সময়কার নির্মাণশৈলীর আদলে গড়া। ইয়াকাতান উপদ্বীপে এর আগেও এমন প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গিয়েছে। তবে মেরিডার আশপাশে মায়া সভ্যতার সময়কার নিদর্শন আগে পাওয়া যায়নি।
খননকাজের সঙ্গে সম্পৃক্ত প্রত্নতত্ত্ববিদ কার্লোস পেরেজা বলেন, ‘‘স্থাপত্যগুলো দেখে মনে হচ্ছে, এখানে চার হাজারের বেশি মানুষ বসবাস করতেন। শহরটি খ্রিস্ট্রপূর্ব ৯০০ থেকে ৬০০ বছর আগের।’’ তিনি আরও বলেন, ‘‘ভবনগুলো দেখে মনে হয়, শহরটিতে বিভিন্ন সামাজিক শ্রেণির মানুষ বসবাস করতেন। পুরোহিত ও অভিজাত ব্যক্তিরা বড় প্রাসাদে থাকতেন। সাধারণ মানুষ বসবাস করতেন তুলনামূলক ছোট ভবনে।’’
প্রত্নতত্ত্ববিদেরা প্রাচীন এই শহরে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশুদের সমাধিরও সন্ধান পেয়েছেন। গবেষকেরা বলছেন, ‘‘এই শহরের মানুষের সমুদ্রকেন্দ্রিক জীবনযাপনের প্রমাণ পাওয়া গিয়েছে।’’ এ ছাড়া অনেকেই উপকূলে মাছ ধরতেন ও কৃষিকাজে সম্পৃক্ত ছিলেন বলে জানা গিয়েছে। এখন ওই এলাকায় শিল্পপার্ক নির্মাণের কাজ চলমান থাকলেও সন্ধান পাওয়া প্রাচীন শহরটি সংরক্ষণ করা হবে।
এ বিষয়ে কার্লোস পেরেজা বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক শহরের বিস্তৃতি বেড়েছে। সেই সঙ্গে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়ে গিয়েছে। এর পরেও প্রাচীন মায়া সভ্যতার একটি শহরের সন্ধান পাওয়ার ঘটনা আমাদের অবাক করেছে। কেন না ওই এলাকায় এমন নিদর্শন আছে, তা আমরা আগে জানতাম না। প্রাচীন এই স্থাপনা রক্ষায় আমাদের সব কিছু করতে হবে। এটা টিকিয়ে রাখতে হবে।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google