হঠাৎ দেখলে মনে হবে মশা, হ্যাঁ ঠিকই পড়ছেন। আপনার কানের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময়ও টের পাবেন না ওটা মশা নয় অন্য কিছু। কিন্তু ভাবছেন তো কীই বা হতে পারে মশার মতো দেখতে? চিন সব সময়ই এমন কিছু ঘটিয়ে ফেলে যা বেশ অস্বাভাবিক। এবার তারাই বানিয়ে ফেলল Mosquito Drone । দেখতে একদম মশার মতোই, আকাড়ও মশার মতোই ছোট্ট, কিন্তু সেটা ড্রোন। আর তা দিয়ে তারা কী কী লক্ষ্য পূরণ করতে চাইছে তা জানা তবে এই ড্রোন বানিয়ে চমকে দিয়েছেন মধ্য চিনের হুনান প্রদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি (এনইউডিটি)-এর একটি রোবোটিক্স ল্যাবরেটরির বিজ্ঞানীরা। সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, চিনের বিজ্ঞানীরা সামরিক অভিযানের জন্য ছোট, মশার আকারের একটি ড্রোন (Mosquito Drone) তৈরি করেছেন।
মাইক্রো ড্রোন হল ছোট এবং কম্প্যাক্ট ড্রোন যা সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। তাদের অনন্য ক্ষমতা দিয়ে বিভিন্ন শিল্প ও অ্যাপ্লিকেশনে বিপ্লব আনার সম্ভাবনা রয়েছে বলেই দাবি করা হচ্ছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, গবেষকরা সপ্তাহান্তে সিসিটিভি ৭ (চায়না সেন্ট্রাল টেলিভিশনের সামরিক চ্যানেল)-এ এই ড্রোনটি দেখিয়েছিলেন।
“আমার হাতে যেন একটি মশা বসে রয়েছে। এই ধরণের ক্ষুদ্র বায়োনিক রোবট যুদ্ধক্ষেত্রে তথ্য পুনরুদ্ধার এবং বিশেষ অভিযানের জন্য বিশেষভাবে উপযুক্ত,” এনইউডিটির একজন ছাত্র লিয়াং হেক্সিয়াং সিসিটিভিকে তার হাতে ধরা ছোট ড্রোনটি দেখানোর সময় বলেন। ১.৩ সেন্টিমিটার লম্বা এই ড্রোন মশার যেমন ছোট্ট দুটো ডানা রয়েছে তেমনই রয়েছে পাতলা রোমযুক্ত পা। যা চালানো হয় স্মার্টফোন দিয়ে।
এই ধরনের ক্ষুদ্রাকৃতির ড্রোন গোপন সামরিক অভিযানের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে কারণ এগুলি সহজেই সনাক্ত করা সম্ভব নয়। জরুরী অবস্থার মধ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার জন্য এই ড্রোন ধ্বংসস্তূপ বা ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। বায়ুর গুণমান বা জলের গুণমানের মতো পরিবেশগত পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য মাইক্রোড্রোনগুলিতে সেন্সর সজ্জিত করা যেতে পারে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google