জাস্ট দুনিয়া ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায়। ওই দুই জায়গায় New Covid Variant শনাক্ত হওয়ার পর এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আমেরিকার সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবারই ওই জরুরি বৈঠকে বসবে তারা।
করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টের নাম বি.১.১.৫২৯ সার্স–কভ–২। বিশেষজ্ঞদের দাবি, যেটা ধারণা করা হচ্ছিল, তার চেয়ে দ্রুত ছড়ায় এই ভ্যারিয়েন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই ভ্যারিয়েন্টটি নিয়ে সিদ্ধান্ত নিতেই শুক্রবারের জরুরি এবং বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের ডিরেক্টর টুলিও ডি অলিভেরিয়া জানান, তিনি এই ভ্যারিয়েন্ট নিয়ে ভীত ছিলেন। এর পর গত সপ্তাহে তিনি এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তার পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেয়। অলিভেরিয়ার কথায়, ‘‘দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ-সহ গৌতেং এলাকায় নতুন যে সব রোগীর দেহে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে, তার ৯০ শতাংশ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত।’’
বিশেষজ্ঞরা বলছেন, নতুন যে ভ্যারিয়েন্টই শনাক্ত হচ্ছে সেটারই সংক্রমণ ক্ষমতা ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি। ফলে করোনার অতিমারি ইতি টানার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হতে পারে এ সব ভ্যারিয়েন্ট। এ প্রসঙ্গে ডি অলিভেরিয়া বলেন, ‘‘সবচেয়ে বড় প্রশ্ন, এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কাজ করে কি না।’’ অন্য দিকে, নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বৈজ্ঞানিক সৌম্য স্বামীনাথান বলেন, ‘‘এই ভ্যারিয়েন্টের একাধিক বার মিউটেশন হয়েছে, যা বিপজ্জনক।’’
প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের ধারণা, এইচআইভি বা এইডস আক্রান্ত ব্যক্তির শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেই এই রূপের জন্ম হয়েছে। ব্রিটেনের ইউসিএল জেনেটিক্স ইনস্টিটিউটের অধিকর্তা ফ্র্যাঙ্কোসিস ব্যালাউক্স বলেন, ‘‘এই রূপ কতটা সংক্রমণ ছড়াতে পারে, তা এই পর্যায়ে দাঁড়িয়ে এখনই ঠিক বোঝা যাচ্ছে না। এখন আমাদের উচিত এই রূপের গতিবিধির উপর কড়া নজর রাখা। এখনই খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’’
ইম্পিরিয়াল কলেজের ভাইরোলজিস্ট টম পিকক বলেন, ‘‘এই রূপ ডেল্টার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে উল্লেখ্য, এই রূপে এখনও পর্যন্ত খুব কম সংখ্যক মানুষই আক্রান্ত হয়েছে।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)