জাস্ট দুনিয়া ডেস্ক: দীর্ঘ দিনের একটা স্বপ্ন। শেষ পর্যন্ত রূপ পেল। পদ্মা নদীর উপর তৈরি হল সেতু। শনিবার হল তাঁর জমজমাট উদ্বোধন (Padma Setu Inauguration Live)। ২০১৪ সালের ২৬ নভেম্বর কাজ শুরু হয়েছিল এই সেতুর। ২৫ জুন ২০২২-এ তার উদ্বোধন হল। দীর্ঘ এক অপেক্ষার বোধন হল বলা যায়। যেখানে রাস্তা এবং রেল চলবে এক সঙ্গে। যা দেশের দক্ষিণ-পশ্চিমকে মিলিয়ে দেবে উত্তর ও পূর্বের সঙ্গে। শারিয়াতপুর থেকে মাদারিপুর পর্যন্ত। সেতুর উচ্চতা ৩৯৪ ফিট। দৈর্ঘ্য ২০,১৮০ ফিট। আর এই সেতুর সৌজন্যে কলকাতা থেকে সরক পথে ঢাকা পৌঁছনোও অনেক সহজ হয়ে গেল। আগের থেকে সাড়ে তিন ঘণ্টা সময় কম লাগবে এই সেতু দিয়ে যাতায়াত শুরু হলে। দেখে নিন সেই উদ্বোধন সরাসরি—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google