জাস্ট দুনিয়া ডেস্ক: পাকিস্তানি ড্রোন ফের নজরদারি চালাতে ঢুকে পড়ল ভারতীয় চৌহদ্দিতে। আগের বারের মতো এই পাকিস্তানি ড্রোনটিকেও ক্ষেপনাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেওয়া হয়।
গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায়। তার কয়েক ঘণ্টা পরেই একটি পাকিস্তানি ড্রোন গুজরাতের কচ্ছ এলাকায় ঢুকে পড়ে। সেটিকে ডার্বিমিসাইল ছুড়ে নামানো হয়।
সোমবার রাজস্থানের বিকানেরে ফের একটি পাকিস্তানি ড্রোন ঢোকে। সেনা সূত্রে জানানো হয়েছে, মরুভূমি এলাকায় ভারতীয় সেনার পরিকাঠামোগত খোঁজ নিতেই ওই ড্রোনটিকে পাঠিয়ে ছিল পাক সেনা। কিন্তু, সুখোই-৩০ বিমান উড়ে গিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে ধ্বংস করে দেয়।
ভারতীয় বায়ুসেনা আগেই জানিয়েছিল, আকাশপথে পাকিস্তান সীমান্ত পেরোলেই তার কড়া জবাব দেবে। এ দিন বিকানের-নাল সেক্টরে তারই প্রমাণ মিলল। সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে ক্ষেপনাস্ত্র ছুড়ে যে ভাবে ড্রোনটিকে ধ্বংস করা হল, তাতে স্পষ্ট, ভারতীয় বায়ুসেনা কী ভাবে সীমান্তে সক্রিয় রয়েছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বেশ কয়েকটি পাকিস্তানি যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকে। তার মধ্যে এফ-১৬ যুদ্ধবিমান ছিল। সীমান্তে নজরদারি চালানো বায়ুসেনার নজরে পড়তেই ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাক যুদ্ধবিমান ধ্বংস করা হয়। তারই একটি বিমান চালাচ্ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
ওই এফ-১৬ তাড়া করতে গিয়েই অভিনন্দনের মিগ-২১ বাইসন আক্রান্ত হয়। তিনি প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন। ঘটনাচক্রে অভিনন্দন গিয়ে পড়েন পাকিস্তানের মাটিতে। তাঁকে পাক সেনা বন্দি করে রাখে। কিন্তু শেষমেশ অভিনন্দনকে জেনিভা সম্মলনের চুক্তি অনুযায়ী ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। তার পর থেকেই নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই যাচ্ছিলেন অভিনন্দন। তিনি আপাতত দিল্লিতে বায়ুসেনার হাসপাতালে রয়েছেন। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।
তবে বায়ুসেনা বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোনও পাইলট অন্য দেশের সেনার হাতে ধরা পড়লে সাধারণত তাঁকে আর যুদ্ধবিমানে ফেরানো হয় না। কিন্তু অভিনন্দনের ক্ষেত্রে তার ব্যতিক্রম হতে পারে। এ দিন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বলেন, ‘‘অভিনন্দনের আকাশে ওড়া নির্ভর করছে ওঁর শারীরিক সক্ষমতার উপরে।’’
অভিনন্দন নিজেই বায়ুসেনার শীর্ষকর্তাদের জানিয়েছেন, তিনি দ্রুত ককপিটে ফিরতে চান। শুধু শারীরিক নয়, অভিনন্দনের মানসিক ধকল কাটিয়ে ওঠাও জরুরি বলে মনে করছেন বায়ুসেনার কর্তারা।
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)
ইমরান খান নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নন, নিজেই জানালেন পাক প্রধানমন্ত্রী