জাস্ট দুনিয়া ডেস্ক: মঙ্গলে পা দিল নাসার ল্যান্ডার ও রোভার পারসিভের্যান্স ঠিক ভারতীয় সময় ২.২৫ মিনিটে। তার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ল নাসার অন্দরে থাকা প্রতিটি মানুষ। এটি নাসার প্রথম মিশন যা অন্য গ্রহের প্রাচীন জীবনের লক্ষণগুলির সন্ধান করবে। এটি জুলাইয়ের শেষে ফ্লোরিডা থেকে চালু হয়েছিল। পারসিভের্যান্স আজ অবধি নাসার সবচেয়ে পরিশীলিত রোভার।
পারসিভের্যান্স রোভার সমস্যা কাটিয়ে বেঁচে থাকার পরে নিরাপদে মঙ্গল গ্রহের পৃষ্ঠে অবতরণ করা নাসার পঞ্চম রোভার। রেড প্ল্যানেটে পৌঁছনো সব থেকে শক্তিশালী রোভার এটি। এটি ডেটা সংগ্রহ করবে এবং একটি গর্ত বা আগ্নেয়গিরির মুখে প্রাচীন জীবনের লক্ষণ সন্ধান করবে যেখানে প্রায় ৩.৯ বিলিয়ন বছর আগে একটি হ্রদ ছিল।
মঙ্গল গ্রহে অবতরণের ঠিক কয়েক মিনিটের মধ্যেই নাসার পারসিভের্যান্স রোভার এই ছবিটি পাঠায়। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ছবিটি পাঠায় যা আগেরটির থেকে অনেকটাই বেশি পরিষ্কার ছিল।
মঙ্গল থেকে পাঠানো প্রথম দুটো ছবি![]()
দেখে নিন নাসার সেই সময়ের লাইভ ভিডিও
(আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)