ভেঙে পড়ল বিমান কিউবার হাভানায়, ১০৪ জন যাত্রীর জীবন নিয়ে আশঙ্কা

হাভানায় ভেঙে পড়ল বিমানহাভানায় ভেঙে পড়ল বিমান

জাস্ট দুনিয়া ডেস্ক: ভেঙে পড়ল বিমান, এয়ারপোর্ট থেকে ওড়ার পরমুহূর্তেই। শুক্রবার কিউবার হাভানার প্রধান বিমানবন্দর থেকে ওই বোয়িং ৭৩৭ বিমানটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। হতাহতের খবর এখনও কিছু পাওয়া যায়নি। তবে, সংবাদমাধ্যমে ভেঙে পড়া বিমানটির যে ছবি দেখা যাচ্ছে, তাতে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা। ভেঙেচুরে, দুমড়েমুচড়ে যাওয়া বিমান থেকে আগুনের শিখা এবং ধোঁয়া বেরোচ্ছে— এমনটাই দেখা যাচ্ছে ছবিতে।

ওই বিমানটি অন্তর্দেশীয় ছিল। হাভানার সান্তিয়েগো লাস ভেগাস শহর থেকে উড়ে তার হলগুইনে যাওয়ার কথা। কিন্তু, বিমানবন্দর থেকে ওড়ার পরমুহূর্তেই সেটি জোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এর কাছেই ভেঙে পড়ে। হাভানা থেকে হলগুইনের দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার। স্থানীয়েরা জানিয়েছেন, প্রথমে বিকট শব্দ শুনতে পেয়েচিলেন তারা। তার পর আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এর পর সেই ধোঁয়ার মধ্যেই দেখা যায় আগুনের লেলিহান শিখা।

ভেঙেচুরে, দুমড়েমুচড়ে যাওয়া বিমান থেকে আগুনের শিখা এবং ধোঁয়া বেরোচ্ছে— এমনটাই দেখা যাচ্ছে ছবিতে।

ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী, দমকল এবং পুলিশের কর্মীরা পৌঁছন। আগুন নেভানোর কাজ শুরু হয়। এক সেনাকর্মী জানিয়েছেন, বিমানটি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিমা‌নটি স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ ওড়ার কথা ছিল। সময়মতো সেটি রানওয়ে থেকে উড়েছিল বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

পেট্রলের দাম বাড়ল সাত বছরে সব থেকে বেশি

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বোয়িং ৭৩৭ বিমানটি সরকারি সংস্থা কিউবানার ছিল। কিউবানা মেক্সিকোর একটি ছোট চাটার্ড কোম্পানির কাছ থেকে লিজে নিয়ে বিমান চালাত। ভেঙে যাওয়ার যে ছবি দেখা যাচ্ছে, তাতে বিমানটি প্রায় টুকরো টুকরো হয়ে পুড়ে গিয়েছে। ওই পরিস্থিতিতে যাত্রী এবং বিমানকর্মীদের কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছেন সেনাবাহিনীর এক কর্মী। স্থানীয়েরাও জানিয়েছে, তাঁরা অ্যাম্বুল্যান্সে করে দুর্ঘটনাগ্রস্থ বিমানের যাত্রীদের নিয়ে যেতে দেখেছেন।

ভেঙে যাওয়ার যে ছবি দেখা যাচ্ছে, তাতে বিমানটি প্রায় টুকরো টুকরো হয়ে পুড়ে গিয়েছে। ওই পরিস্থিতিতে যাত্রী এবং বিমানকর্মীদের কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছেন সেনাবাহিনীর এক কর্মী।

কিউবার প্রেসিডেন্ট নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, বড়সড় দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে। প্রচুর প্রাণহানির আশঙ্কা রয়েছে। ১০৪ জন যাত্রীর পাশাপাশি ৯ জন বিমানকর্মীও ওই উড়ানে ছিলেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

১ ঘণ্টা ২০ মিনিট পর বিমানটির হলগুইনে নামার কথা ছিল। কিন্তু, তার আগেই সব শেষ।