জাস্ট দুনিয়া ডেস্ক: Sri Lanka মাত্র এক দিনের পেট্রল মজুদ আছে দেশে। সোমবার জাতির উদ্দেশে ভাষণে এমনটাই বললেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
তীব্র অর্থনৈতিক সঙ্কটের মুখে থাকা শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রনিল। দেশকে এই সঙ্কট থেকে বার করে আনতে এর মধ্যেই কাজ করছেন তিনি। জাতির উদ্দেশে ভাষণে বিক্রমাসিংহে বলেন, ‘‘অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শ্রীলঙ্কার এখন জরুরি ভাবে সাড়ে সাত কোটি ডলার প্রয়োজন। এই মুহূর্তে আমাদের হাতে মাত্র এক দিনের পেট্রল আছে। আগামী কয়েক মাস আমাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন সময়।’’
এই পরিস্থিতিতে ত্যাগ স্বীকার ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রনিল। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘ভারতীয় ঋণে কেনা পেট্রল ও ডিজেলের দু’টি চালান কয়েক দিনের মধ্যে এসে পৌঁছবে। তখন কিছুটা স্বস্তি ফিরবে।’’
জ্বালানি ছাড়াও দেশে জীবন রক্ষাকারী ১৪ ধরনের ওষুধের সঙ্কট তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এই বিপর্যয়ের মধ্যে শ্রীলঙ্কার পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন দেশ। ইতিমধ্যে ভারত সহজ শর্তে ঋণ দিয়েছে। ভারতের ঋণে কেনা ডিজেলের একটি চালান রবিবার শ্রীলঙ্কায় পৌঁছেছে বলে জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানান। তিনি সোমবার বলেন, ‘‘আগামী তিন দিনের মধ্যে ১ হাজার ১৯০টি স্টেশনে তেল সরবরাহ করা হবে। তার আগে জনগণকে অনুরোধ করব তেলের জন্য লম্বা লাইন না দিতে।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)