করোনায় মৃত্যুমিছিল বিশ্ব জুড়ে, মৃতের সংখ্যা ছাড়াল ২ লাখ

করোনায় মৃত্যুমিছিল বিশ্ব জুড়েকরোনায় মৃত্যুমিছিল বিশ্ব জুড়ে

জাস্ট দুনিয়া ডেস্ক: করোনায় মৃত্যুমিছিল বিশ্ব জুড়ে চলছেই। মৃতের সংখ্যা আজই দু’লক্ষ ছাড়িয়েছে। যার এক-চতুর্থাংশ শুধু আমেরিকাতেই। সংখ্যাটা ইতিমধ্যেই ৫৩ হাজার পেরিয়ে গিয়েছে। আমেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লক্ষ ৪৫ হাজার।

শুক্রবার হোয়াইট হাউসে ২০ মিনিটের প্রেস ব্রিফিং করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের কোনও প্রশ্ন নেননি তিনি। শুধু এক ফাঁকে জানিয়ে দিলেন, আমেরিকায় এই মৃত্যুমিছিলের দায় তিনি নেবেন না। কারণ, করোনা মোকাবিলায় তাঁর প্রশাসন ‘অসাধ্যসাধন’ করেছে। করোনা-ত্রাসের আবহে ট্রাম্পের সুরেই চিনকে বিঁধে চলেছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। করোনা-মোকাবিলায় ‘ব্যর্থ’ তকমা দিয়ে এ দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও একহাত নেন তিনি।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েনও এ দিন ইঙ্গিতে আঙুল তোলেন উহান ল্যাবের দিকেই। চিনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ‘স্টপ কমিউনিস্ট চায়না’ নামে অনলাইন পিটিশনে কংগ্রেসকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি। চিনের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণও চেয়েছে মিসৌরি, মিসিসিপি, ফ্লরিডার মতো বেশ করেকটি প্রদেশের সরকার।

করোনায় কাঁপছে ইউরোপও। এই মহাদেশে মৃতের সংখ্যা আজ ১ লক্ষ ২০ হাজার ছাড়িয়ে গেল। এর মধ্যে ইটালিতে মারা গিয়েছেন প্রায় ২৬ হাজার, ফ্রান্সে প্রায় ২২ হাজার এবং ব্রিটেনেও ২০ হাজার পার।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)