জাস্ট দুনিয়া ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে এভাবে যে তাঁর দেশ লড়ে যাবে তা হয়তো কেউ ভাবেনি। গোটা বিশ্ব প্রায় পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের (Volodymyr Zelenskyy)। রাশিয়ার বিরুদ্ধে মুখ খুলেছে আমেরিকা, ব্রিটেন থেকে সব শক্তিশালী দেশ। বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। অন্যদিকে ধ্বংসস্তুপের মধ্যে থেকেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলছেন, গোটা দেশ একাট্টা। লড়াই চলবে। ধ্বংসের মধ্যে দাঁড়িয়েই তাঁদের লড়াই চলবে। সোশ্যাল মিডিয়ায় এখনও নিয়মিত নিজের বার্তা দিচ্ছেন জেলেনেস্কি। দেশের মানুষকে উদ্বুদ্ধ করছেন। এদিন তিনি আরও একবার বার্তা দিলেন। ছুঁড়ে দিলেন রাশিয়ার বিরুদ্ধে একরাশ ঘৃণা। দেখুন তাঁর বক্তব্যের ইংরেজি অনুবাদ—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)