কোভ্যাক্সিনে ছাড়পত্র দিল না হু, প্রশ্নের জবাব মেলেনি বলেই সিদ্ধান্ত

কোভ্যাক্সিনে ছাড়পত্র দিল না

জাস্ট দুনিয়া ডেস্ক: কোভ্যাক্সিনে ছাড়পত্র দিল না হু, বেশ কিছু প্রশ্নের জবাব মেলেনি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন প্রথম থেকেই ছাড়পত্র পায়নি হু-এর। ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনে ছাড়পত্র দিল হু এ বারও। ফের পিছিয়ে দিল। কিছু ‘টেকনিক্যাল’ কারণেই এই দেরি বলে হু-এর তরফে জানানো হয়েছে। মানবদেহে কোভ্যাক্সিন পরীক্ষার ফল সংক্রান্ত কয়েকটি প্রশ্নের জবাব নেলেনি বলে হু-এর দাবি।

এই সিদ্ধান্তের ফলে বিদেশে যেতে চাওয়া ভারতীয়দের অনেকেই বিড়ম্বনায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। যাঁরা কোভ্যাক্সিনের দু’টি টিকা নিয়ে শিক্ষা বা চাকরির জন্য আমেরিকা বা ইউরোপে যাওয়ার আবেদন জানিয়েছেন তাঁদের পক্ষে অনুমতি পাওয়া কঠিন হতে পারে।

কোভ্যাক্সিন টিকার নির্মাতা সংস্থা হায়দরাবাদের ভারত বায়োটেক লিমিটেডের দেওয়া মানবদেহে পরীক্ষার তৃতীয় পর্যায়ের তথ্য ইতিমধ্যেই বিশ্লেষণ করেছেন হু-এর বিশেষজ্ঞেরা। ভারত বায়োটেকের দাবি, করোনা প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন। গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার বলেছিলেন, ‘‘আমরা আশা করছি, শীঘ্রই কোভ্যাক্সিন ছাড়পত্র পাবে।’’

তার আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা টিকা সম্পর্কিত জাতীয় বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান তথা নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত সদস্য ভি কে পাল জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ‘হু’-র অনুমোদন পেতে পারে কোভ্যাক্সিন। জুলাই মাসে হু-র বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন, কোভিড টিকা কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রাথমিক ভাবে তাঁরা সন্তুষ্ট। প্রসঙ্গত, এ পর্যন্ত শুধু ভারতের তৈরি কোভিড-১৯ টিকা কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছে হু।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)