জাস্ট দুনিয়া ডেস্ক: দেখতে দেখতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কেটে গিয়েছে দু’মাসের বেশি সময়। কিন্তু হাল ছেনে দেয়নি জেলেনেস্কি সরকার (Zelenskyy On War)। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে দ্রুত হাল ছেড়ে দেবে ইউক্রেনের মতো ছোট দেশ। কিন্তু ইউক্রেন দখল নেওয়ার লক্ষ্যে যে যুদ্ধ শুরু করেছেন ভ্লাদিমির পুতিন তা যে তাঁদের জন্য সহজ হবে সেটা এতদিনে বুঝে গিয়েছেন তাঁরা। যে কারণে পর পর মিসাইল হানায় জেরবার করে তুলেছে ইউক্রেনকে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমেয়ার জেলেনেস্কি ফেসবুক পোস্টে সেই হিসেব দিয়েছেন।
তিনি বলেন, ‘‘আজ সন্ধ্যা পর্যন্ত, আমাদের শহরগুলিতে আঘাত করা রাশিয়ান ক্ষেপণাস্ত্রের মোট সংখ্যা ইতিমধ্যে ২৮১১। রাশিয়ান সৈন্যরা আমাদের নাগরিকদের বিরুদ্ধে যা করছে তার সব প্রমাণ আমাদের কাছে আছে। এমনই একটি প্রমাণ রয়েছে ভিডিওটিতে। যাতে কেউ ক্রমেনচুকের শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রতারণা করার সাহস না পায়। রাশিয়ান ক্ষেপণাস্ত্রটি উদ্দেশ্যমূলকভাবেই সেখানে ফেলা হয়েছিল।’’
তিনি আরও বলেন, ‘‘তারা একটি শান্তিপূর্ণ শহরে, একটি চলতি শপিং মলে যত সম্ভব মানুষকে হত্যা করতে চেয়েছিল। রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের এই কাজের জন্য অন্য সকলের মতোই রাশিয়া দায়ী থাকবে।’’ শুনে নিন তিনি আর কী কী বলেছেন, পড়ে নিন সাব-টাইটেল—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google