বিজয়া তাহিলরামানি ইস্তফা দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে

বিজয়া তাহিলরামানিবিজয়া তাহিলরামানি

জাস্ট দুনিয়া ডেস্ক: বিজয়া তাহিলরামানি মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। কয়েক দিন আগেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম মাদ্রাজ হাইকোর্ট থেকে বিচারপতি তাহিলরামানি-কে মেঘালয় হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত তিনি ফের বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলেন কলেজিয়ামের কাছে। কলেজিয়াম সেই আর্জি খারিজ করে দেয়। এর পরেই শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন বিজয়া তাহিলরামানি।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম ইতিমধ্যেই মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি এ কে মিত্তলকে মাদ্রাজ হাইকোর্টে বদলি করেছে। গত ২৮ অগস্ট কলেজিয়াম মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বিচারপতি তাহিলরামানির নাম সুপারিশ করে। এর পর বিজয়া তাহিলরামানি ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেন।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…

গত ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে লেখা হয়, কলেজিয়াম সব দিক খতিয়ে দেখার পরেই বিচারপতি তাহিলরামানির অনুরোধ খারিজ করেছে। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির পদ ছেড়ে বিচারপতি তাহিলরামানিকে মেঘালয় হাইকোর্টে যেতেও বলা হয়।

৮ অগস্ট, ২০১৮ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে এসেছিলেন বিজয়া তাহিলরামানি। এক বছরের মধ্যেই ইস্তফা দিলেন সেই পদ থেকে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)