বেশ খানিকটা কমল রাজ্যের কোভিড সংক্রমণ

বেশ কিছুদিন ধরে ৯০০-র উপরেই থাকছিল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। বাড়ছিল মৃত্যুও। তবে সোমবার হঠাৎই অনেকটা করে কম‌ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। এদিন কোভিডে আক্রান্ত হয়েছেন ৭২৫ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। তবে এতেই স্বস্তি পাওয়ার কিছু নেই। আগেও একাধিকবার এমন কম দেখা গিয়েছে। কিন্তু এক ধাক্কায় তা আবার বেড়েছে। সামনেই কালীপুজো, যা ঘিরে রয়েছে আতঙ্ক। যে ভাবে দুর্গাপুজোয় মানুষ পাগল হয়ে উঠেছিল তাতে কালীপুজো, ছট নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন। কলকাতায় এদিন আক্রান্ত হয়েছেন ২০৫ জন। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৯৪।