বুধবার প্রকাশিত সর্বশেষ আইসিসি পুরুষদের আন্তর্জাতিক টি২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষে থাকা ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব তার অবস্থান ধরে রাখলেন। সূর্যকুমার, ৯০৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির তালিকায় শীর্ষেই থেকে গেলেন এবং দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের (৭৯৮) থেকে ১০০ পয়েন্ট এগিয়ে থাকলেন। সূর্যকুমারই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি সেরা ১০-এ রয়েছেন। তিনি ২০২২-এ টি২০ ফর্ম্যাটে তাঁর সেরাটা দিয়েছেন এবং পর সাফল্য তুলে নিয়েছিলেন। তিনি এই বছরের শুরুতে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও তাঁর ভাল রান অব্যাহত রেখেছিলেন।প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি তালিকার পরবর্তী সেরা ভারতীয় ব্যাটার। তিনি তাঁর ১৫ নম্বর স্থান ধরে রেখেছেন।বোলারদের মধ্যে, বাঁহাতি পেসার আর্শদীপ সিং ১৪তম স্থানে থাকা শীর্ষস্থানীয় ভারতীয়। যেখানে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার একধাপ নেমে ১৯ নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছেন হার্দিক পাণ্ড্যে।