রবিবার মায়ের (Mother’s Day) দিন। আসলে মায়ের দিন তো রোজই। তবুও আজ সেই দিন পালনের দিন। একটি মেয়ের কন্যা থেকে মা হয়ে ওঠার রাস্তাটাও যে সহজ নয়। কিন্তু কী সহজেই স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকিয়ে সেই রাস্তা পাড় করেন মায়েরা। আর সেই বিশেষ দিনেই ব্যাটে, বলে দাপট দেখিয়ে কলোম্বোর মাটি থেকে ত্রিদেশীয় সিরিজ জিতে নিলেন ভারতের একদল মেয়ে। যেন এই মাতৃ দিবসে সবাই মিলে তাঁদের মায়েদের হাতে তুলে দিলেন এই দেশের সাফল্যের পতাকা। যুদ্ধ জর্জরিত দেশে ক্রিকেটের মাঠে ভারতের এই সাফল্য আত্মবিশ্বাস বাড়াবে সবার।
রবিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের মেয়েরা মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার মেয়েদের। যেখানে প্রতিপক্ষের ঘরের মাঠে তাদেরই নাস্তানাবুদ করে দেশে ফিরতে চলেছেন ভারতের মেয়েরা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। শুরু থেকেই ভারতের ব্যাটে ছিল জয়ের ঠিকানা আর গুড়িয়ে দেওয়ার বার্তা। প্রতিকা রাওয়ালকে নিয়ে ওপেন করতে নেমে যে দাপুটে ব্যাটিং করলেন স্মৃতি মন্ধনা তা যে কোনও প্রতিপক্ষ বোলারের জন্য আতঙ্কের তো বটেই। প্রতিকা ৩০ রানে আউট হওয়ার পর হার্লিন দেওলকে নিয়ে তাঁর ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান স্মৃতি। যখন থামেন তখন তাঁর নামের পাশে ১০১ বলে ১১৬ রান লেখা হয়ে গিয়েছে। এই ইনিংস খেলতে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি। ভারতের রান ততক্ষণে পৌঁছে গিয়েছে ৭০ থেকে ১৯০-এ।
এর পর ভারতকে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি নিয়ে যেতে খুব বেশি বেগ পেতে হয়নি বাকিদের। আত্মবিশ্বাস আর রানের রাস্তাটা তৈরি হয়েই গিয়েছিল শুরু থেকে। এর পর হার্লিন দেওল ৪৭, হরমনপ্রীত কৌর ৪১, জেমিমা রডরিগেজ ৪৪, রিচা ঘোষ ৮, অমনজ্যোত কর ১৮ রান করে আউট হন। দীপ্তি শর্মা ২০ ও ক্রান্তি গৌড় কোনও রান না করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ভারত থামে সাত উইকেটে ৩৪২ রানে। শ্রীলঙ্কার হয়ে দুটো করে উইকেট নেন মাল্কি মাদারা, দেওমি ভিহঙ্গ, সুগন্দিকা কুমারী। এক উইকেট ইনোকা আথাপাথ্থুর।
যেখানে ব্যাটিং শেষ করেছিল ভারত সেখান থেকেই শুরু করেন বোলাররা। যার ফল রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ওপেনার হাসিনি পেরেরা কোনও রান না করেই ফিরে যান। এর পরভিশমি ৩৬, ক্যাপ্টেন চামারি ৫১, নিলাকশিকা ৪৮, হর্ষিতা ২৬, দেওমি ৪, অনুষ্কা ২৮, পিউমি ৯, সুগন্দিকা ২৭ ও মালকি ০ রান করে আউট হন। কোনও রান না করে অপরাজিত থাকেন ইনোকা। ৪৮.২ ওভারে ২৪৫ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
ভারতের হয়ে বল হাতে দারুণ সফল স্নেহ রানা। ৯.২ ওভার বল করে ৩৮ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। এর পর ভারতের সফল বোলার অমনজ্যোত কৌর। তিনি আট ওভার বল করে ৫৪ রান দিয়ে তিন উইকেট নেন। এক উইকেট নেন শ্রী চরনি। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি মন্ধনা। টুর্নামেন্টের সেরা স্নেহ রানা। পুরো টুর্নামেন্টে তাঁর ঝুলিতে এসেছে ১৫ উইকেট। সত্যিই আজ দেশের মাতৃশক্তির জয়ের দিন।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google