দ্বিতীয় দফায় বাংলায় ভোট ১ এপ্রিল, কোথায় কোথায় জেনে নিন

দ্বিতীয় দফায় বাংলায় ভোট

জাস্ট দুনিয়া ব্যুরো: দ্বিতীয় দফায় বাংলায় ভোট ১ এপ্রিল, ওই দিন সব মিলিয়ে ৩০টি আসনে নির্বাচন। একাধিক জেলায় ভোটগ্রহণ হবে। তার মধ্যে কি আপনার কেন্দ্র রয়েছে? জেনে নিন।

বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা— দ্বিতীয় দফায় বাংলায় ভোট এই চার জেলার ৩০ আসনে হবে। বাঁকুড়া জেলার তালড্যাংড়া, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস এবং সোনামুখী কেন্দ্রে নির্বাচন।


একুশের ভোটের আরও খবর

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম এবং চণ্ডীপুর কেন্দ্রে ১ এপ্রিল ভোট হবে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা এবং কেশপুরে ভোট হবে।

ওই দিন দক্ষিণ ২৪ পরগনা জেলার চার কেন্দ্রে নির্বাচন। ওই চার কেন্দ্র— গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ এবং সাগর।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)