তৃতীয় দফায় বাংলায় ভোট ৬ এপ্রিল, কোথায় কোথায় জেনে নিন

তৃতীয় দফায় বাংলায় ভোট

জাস্ট দুনিয়া ব্যুরো: তৃতীয় দফায় বাংলায় ভোট ৬ এপ্রিল, ওই দিন সব মিলিয়ে ৩১টি আসনে নির্বাচন। একাধিক জেলায় ভোটগ্রহণ হবে। তার মধ্যে কি আপনার কেন্দ্র রয়েছে? জেনে নিন।

হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি— তৃতীয় দফায় বাংলায় ভোট এই তিন জেলার ৩১ আসনে হবে। হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর এবং জগৎবল্লভপুর কেন্দ্রে নির্বাচন।


একুশের ভোটের আরও খবর

দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া এবং বিষ্ণুপুর কেন্দ্রে ৬ এপ্রিল ভোট হবে।

একই সঙ্গে হুগলি জেলার জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুড়শুঁড়া, আরামবাগ, গোঘাট এবং খানাকুলে ভোট হবে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)