পঞ্চায়েত নির্বাচন নিয়ে সদুত্তর মিলল না

রাজ্য নির্বাচন কমিশন, পঞ্চায়েত ভোটরাজ্য নির্বাচন কমিশন

জাস্ট দুনিয়া ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সদুত্তর মিলল না মঙ্গলবারও। রাজ্য নির্বাচন কমিশন সরকার বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচ‌না করে ভোটের কোনও দিনক্ষণ ঠিক করতে পারেনি।

সোমবার মাত্র চার ঘণ্টার জন্য ফের একপ্রস্ত মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। সেই মতো রাজ্য জুড়ে ফের মনোনয়ন নেওয়ার কাজ শুরু হয় সকাল ১১টায়। কিন্তু, ফের একই চিত্র দেখা গেল রাজ্যের অনেক জায়গায়। এমনকী বীরভূমের সিউড়ি ব্লক অফিসের কাছেই গুলিবিদ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি। যদিও তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে নানা মত রয়েছে। বিজেপি দাবি করে মৃত দিলদার শেখ তাদের দলের। তৃণমূলও পাল্টা দাবি করে ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরে তাদের দলই করতেন। শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদ থেকে বর্ধমান, উত্তর ২৪ পরগনা থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লকে এমন সন্ত্রাসের অভিযোগ ওঠে। সর্বত্রই শাসক দলের দিকে আঙুল ওঠে। কিন্তু শাসক দল পাল্টা বিজেপির দিকে অভিযোগ তোলে। ঝাড়খণ্ড থেকে লোক এনে তারা এ কাজ করেছে বলেও দাবি করেন তৃণমূল নেতৃত্ব।

অভিযোগকারীরা আদালতকে জানায়, কমিশন নিজেদের অফিসে ১৪৪ ধারা জারি করে কাউকে ঢুকতে দিচ্ছে না। ফলে কেউই তাদের কাছে অভিযোগ জানাতে পারছে না। আদালত তখন জানায়, কমিশনকে সব পক্ষের অভিযোগ শুনতে হবে।

এ সব নিয়ে বাম এবং বিজেপি ফের হাইকোর্টের দ্বারস্থ হয়। অভিযোগ জানানো হয়, আদালতের নির্দেশ মেনে যে এক দিন মনোনয়নের মেয়াদ বাড়ানো হয়েছিল মাত্র চার ঘণ্টার জন্য, তাতেও পরিস্থিতির বদল হল না। একই রকম ভাবে বিরোধীদের মারধর করে, গুলি-বোমাবাজি করে, ভয় দেখিয়ে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। আদালত যদিও বলেছে, নিরাপত্তাজনীত বিষয়টি সম্পূর্ণ কমিশনের বিষয়। কিন্তু, অভিযোগকারীরা আদালতকে জানায়, কমিশন নিজেদের অফিসে ১৪৪ ধারা জারি করে কাউকে ঢুকতে দিচ্ছে না। ফলে কেউই তাদের কাছে অভিযোগ জানাতে পারছে না। আদালত তখন জানায়, কমিশনকে সব পক্ষের অভিযোগ শুনতে হবে। এ ছাড়া এ দিন আদালতে উল্লেখযোগ্য কোনও ঘটনা ঘটেনি।

পঞ্চায়েত মনোনয়ন ঘিরে আবার আতঙ্ক, মৃত্যু, রক্তাক্ত বাংলা

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন একটি বেসরকারি টিভি চ্যানেলে এসে জানান, কমিশন একটি স্বয়ংশাসিত সংস্থা। সরকার তার কাজে কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না। এমনকী কমিশনার যে শাসক দলের কতাও ঠিক মতো শোনেন না এ দিন সে কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, সামনে রমজান মাস আসছে। তার আগে ভোট হয়ে যাওয়াই ভা‌ল।