বিশ্বকাপ ২০১৯: ভারতের প্রথম ম্যাচ ৪ জুন, প্রতিপক্ষ কে?

বিশ্বকাপ ২০১৯

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্বকাপ ২০১৯ এ ভারতের প্রথম ম্যাচ ৪ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ১০ দলের ক্রিকেটের বিশ্ব যুদ্ধের আসর এ বার বসতে চলেছে ইংল্যান্ড ও ওয়েলসে। ৩০ মে থেকে শুরু হয়ে ফাইনাল ১৪ জুলাই। মোট ১২টি ভেন্যুতে হবে খেলা। এ বারের বিশ্বকাপে হট ফেভারিট ভারতই। ২০১১র বিশ্বকাপ জয়ী দল ভারত। গত কয়েক বছর ধরে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাই তাদেরই ফেভারিট ধরে এগোচ্ছে বাকি সব দল। ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ১৬ জুন ম্যানচেস্টারে।

আগে কথা ছিল ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ২ জুন। কিন্তু বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী আইপিএল ফাইনাল ও আন্তর্জাতিক টুর্নামেন্টের মধ্যে ১৫ দিনের ব্যবধান রাখতেই হবে। এটা লোঢা কমিটির সুপারিশ। যে কারণে ২ জুনের বদলে ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ৪ জুন। টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ খেলা হবে। তার মধ্যে ৪৫টিই গ্রুপ পর্যায়ের খেলা। প্রতি দল ন’টি করে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। গ্রুপের সেরা চার দল নক-আউটে খেলবে। ১৯৯২এ বেনসন ও হেজেস বিশ্বকাপ যে ফর্ম্যাটে হয়েছিল এ বারের বিশ্বকাপও সেই ফর্ম্যাটেই হবে।

২০০৬-এ এই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। ইংল্যান্ড ও ওয়েলসেই হবে ২০১৯-এর বিশ্বকাপ। কারণ ২০১৫-এর বিশ্বকাপ হওয়ার কথা ছিল এখানেই। কিন্তু সে বার নাম তুলে নিয়েছিল ইংল্যান্ড ও ওয়েলশ বোর্ড। ১৯৯৯-এর পর আবার ইংল্যান্ডে বিশ্বকাপ হচ্ছে। প্রথম তিনটি বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডেই। সেটা ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩। ১৯৮৩-এর বিশ্বকাপ এসেছিল ভারতের ঘরে।

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের বল ভারতেরই কোর্টে

বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ২০১৯-এর আইপিএল ২৯ মার্চ শুরু হয়ে শেষ হবে ১৯ মে। কিন্তু ১৫ দিনের ব্যবধান চাই। বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। ১৫ দিনের ব্যবধান রেখে ভারত ৪ জুনের আগে খেলতে পারবে না। আগে ২জুন শুরু করার কথা থাকলেও ভারতীয় দল খেলতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের এই দাবি আইসিসি মেনে নিয়েছে।

বিসিসিআই-এর সিদ্ধান্ত ভারত খুব বেশি হলে ৩০৯ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবে। আগের সাইকেল থেকে ৯২ দিন কমানো হয়েছে। হোম টেস্ট ম্যাচের পরিমান বাড়িয়ে ১৫ থেকে ১৯ করা হয়েছে। তিনি আরও জানান, এখন ভারত কোনও দিন-রাতের টেস্ট খেলবে না। কারণ সামনে কোনও  দিন-রাতের ম্যাচ নেই। সে কারণে পিঙ্ক বলের ম্যাচ খেলার কোনও মানেই হয় না। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে যদি কোনও কাজেই না লাগে তা হলে খেলার কোনও মানে হয় না।