রাজ্যে কোভিড বিধির সময়সীমা বাড়ল ৩১ অগস্ট পর্যন্ত, শুনুন

Mamata On Police

জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ্যে কোভিড বিধির সময়সীমা বাড়ল ৩১ অগস্ট পর্যন্ত। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন রাজ্যে কোথায় কী বিধি নিষেধ থাকছে। ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যের সব বিধি নিষেধ বহাল থাকছে। বিশেষ করে যে লোকাল ট্রেন নিয়ে প্রতিদিনই চালানোর দাবি উঠছে তা বন্ধ রাখার সিদ্ধান্তই বহাল রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকাল ট্রেন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। আর কয়েকটা দিন কষ্ট করুন। মেট্রো, বাস সবার অসুবিধের কথা ভেবেই চালু করা হয়েছে। লোকাল ট্রেন চালাতে আরও কিছু দিন সময় লাগবে।’’

তিনি আরও জানান, তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই আপাতত ৩১ অগস্ট পর্যন্ত লোকা ট্রেন বন্ধ রাখা হচ্ছে। এ ছাড়া এতদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরী পরিষেবা ছাড়া সব বন্ধ রাখার নির্দেশ ছিল। কিন্তু মানুষের দাবি মেনে তা রাত ১১টা থেকে ভোর ৫টা করা হল বলে জানিয়েছেন তিনি। দুয়ারে সরকার নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন শুরু করেন। তিনি জানান, ২০২০-তে শুরু হওয়া এই প্রকল্প দারুণ সফল হয়েছিল বলেই আবার আমরা এটা করার দিকে এগিয়েছি। তিনি এর জন্য সংবাদ মাধ্যমের সাহায্য চেয়েছেন সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। ১৬ অগস্ট থেকে শুরু হবে। এবার ১৭ হাজার ১০৭যা ক্যাম্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পরে বাড়বে।

এর সঙ্গে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মী ভান্ডার, দুয়ারে রেশনের মতো প্রকল্পের সব ঘোষণা করে দিলেন তিনি। কীভাবে এই সবের লাভ পাবে মানুষ তা সহজভাবে বুঝিয়ে দেন। অভিযোগের জন্য ফোন নম্বরও দিয়ে দেন মুখ্যমন্ত্রী। ১০৭০/২২১৪৩৫২৬—এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। শুনুন কী বলছেন তিনি— 

রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। তিনি মানুষকে বিভ্রান্ত করতে বারণ করেন। সঙ্গে জানিয়ে দেন, বাংলার দৈনিক কোভিড আক্রান্ত ৬০০ থেকে ৮০০-র মধ্যেই ঘোরাফেরা করছে। অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম বাংলায়। দুই ডোজ নিয়ে ৩ কোটি ৩২ লাখ পর্যন্ত দেওয়া সম্ভব হয়েছে। ভ্যাকসিনের অভাবের মধ্যেই। এদিকে পরিকাঠামোর ৫০ শতাংশ নিয়ে খুলছে সিনেমা হল, থিয়েটার হল, সুইমিংপুলের মতো জায়গা। এর মধ্যেই কোভিডের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ৫৫-র উপরের যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের বেশিরভাগই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতিতে তাদের পরিবারের লোকদের সঙ্গে থাকার জন্য ছাড় দেওয়া হল।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)