কলকাতায় মরসুমের শীতলতম দিন আজ, রাতে আরও নামবে পারদ: হাওয়া অফিস

কলকাতায় মরসুমের শীতলতম দিনকলকাতায় মরসুমের শীতলতম দিন

জাস্ট দুনিয়া ডেস্ক: কলকাতায় মরসুমের শীতলতম দিন, রাতে পারদ আরও নামবে। শনিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তারা আগেই জানিয়েছিল, ফের জাঁকিয়ে শীত পড়বে। পারদ পতনের দাপটে কাঁপবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পূর্বাভাসের পুরোটাই কার্যত মিলে গিয়েছে আজ।

শুক্রবার রাত থেকেই তাপমাত্রা নেমেছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আজ মরসুমের শীতলতম দিন।


রাজ্যের আরও খবর পড়তে ক্লিক করুন

শুক্রবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি কম। রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছে আলিপুর। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় পারদ নামতে পারে ৪-৬ ডিগ্রি। শনিবার ২০ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতার কথা জানিয়েছে আবহাওয়া বিজ্ঞানীরা।

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে, আগামী সোমবার অর্থাৎ ৩০ ডিসেম্বর থেকে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। বছরের শেষ কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। সারা দিন রোদঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও শীত কিন্তু জাঁকিয়েই পড়বে। ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে পারদ নামতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নতুন বছরের পয়লা দিন অর্থাৎ বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ওই দিন সন্ধ্যার পর থেকেই বৃষ্টি শুরু হতে পারে। ২ জানুয়ারি বাড়বে বৃষ্টির পরিমাণ। সে দিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ জানুয়ারি সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিজ্ঞানীদের দাবি।

এ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা

আসানসোল: ৮.২ ডিগ্রি সেলসিয়াস
বালুরঘাট: ৯ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া: ৮.৫ ডিগ্রি সেলসিয়াস
ব্যারাকপুর: ১০.৬ ডিগ্রি সেলসিয়াস
বহরমপুর: ৭.৪ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান: ১১.৬ ডিগ্রি সেলসিয়াস
ক্যানিং: ১২.৪ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার: ৮.৪ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিং: ১.৬ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার: ৮.৩ ডিগ্রি সেলসিয়াস
দিঘা: ৯.৩ ডিগ্রি সেলসিয়াস
মালদহ: ৮.১ ডিগ্রি সেলসিয়াস
পুরুলিয়া: ৮.৪ ডিগ্রি সেলসিয়াস
শিলিগুড়ি: ৫.৭ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন: ১০ ডিগ্রি সেলসিয়াস


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)