জাস্ট দুনিয়া ডেস্ক: কুশল পঞ্জাবী বলিউডের অতিপরিচিত মুখ। সিনেমা থেকে সিরিয়ালের জগতে নিত্য আনোগানো যাঁর তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তাঁর আত্মহত্যার খবর এন তাঁর সতীর্থ করণবীর ভোরা। শুক্রবার মুম্বইয়ের পালিহিলে তাঁর নিজের বাড়িতেই তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে তারা মৃতদেহের কাছ থেকে সুইসাইড নোটও উদ্ধার করেছে।
কুশল পঞ্জাবী ইশক মে মরজাবা, হাম তুমের টেলিভিশন শোয়ে অভিনয়ের পাশাপাশি লক্ষ্য, কাল, সালাম-এ-ইশক এবং ধন ধনা ধন গোলের মতো ছবিতে কাজ করেছেন। ঝলক দিখলাজা, ফিয়ার ফ্যাক্টরের মতো রিয়ালিটি শো-তেও তাঁকে দেখা গিয়েছে। এছাড়া, কসম সে, দেখো মাগর পেয়ার সে এবং কাভি হা কাভি না-র মতো সিরিয়ালে কাজ করেছেন।
টেলিভিশন অভিনেতা করনবীর ভোরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘তোমার মৃত্যুর খবর আমার কাছে ভয়ঙ্কর একটা শক আমি এখনও মানতে পারছি না কুশল পঞ্জাবী নেই। আমি জাননি তুমি সুখের জায়গায় চলে গিয়েছে কিন্তু এটা মেনে নেওয়া যায় না। তুমি যে ভাবে নিজের জীবনে চলতে সেটা আমার কাছে প্রেরনা ছিল। তোমার নাচ, ফিটনেস, বাইকিং, বাবা হিসেবে তুমি এবং সব কিছুর উপরে তোমার হাসি মুখ। আমি তোমাকে মিস করব কুশল। তোমাকে মনে রাখা হবে একজন জীবনমুখি মানুষ হিসেবে।’’
এ ছাড়াও করণ প্যাটেল, শ্বেতা তিওয়ারি, জয় ভানুশালি ও বাবা সেহগাল সোশ্যাল মিডিয়ায় তাঁদেএর দুঃখ প্রকাশ করেছেন। করণ প্যাটেল লেখেন, ‘‘ওরকম একজন সুখি মুখের পিছনে কত বড় দুঃখ লুকনো ছিল। শান্তিতে থকো আমার ভাই। এখনও বিশ্বাস হচ্ছে না তুমি নেই। সব সময় মিস করব।’’
বাবা সেহগাল লেখেন, ‘‘আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না কুশল নেই। সব সময় চ্যালেঞ্জ নিতে তৈরি থাকত। অসাধারণ বাবা। বন্ধু তার থেকেও ছোটে ভাইয়ের মতো ছিল আমার।’’
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)
কুশল পঞ্জাবী রেখে গেলেন স্ত্রী অদ্রি দলহেন ও ছেলে কিয়ানকে। কুশল ইনস্টাগ্রামে সব সময় কিছু না কিছু পোস্ট করতেন। যেখানে ছেলের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে। তার থেকে পরিষ্কার ছেলে খুব কাছের ছিল তাঁর। স্ত্রীর সঙ্গে শেষ ছবি পোস্ট করেছিলেন এই বছরের জানুয়ারিতে। কুশলের বেশ কিছু ইনস্টাগ্রাম পোস্ট দেখলে বোঝা যাবে কোথাও একটা হতাশা গ্রাস করছিল তাঁকে। পুলিশ এবং তাঁর কাছের লোকেরা মনে করছেন হতাশায় আত্মহত্যা করেছেন তিনি। শেষ ছবি পোস্ট করেছিলেন তিন দিন আগে ছেলের সঙ্গে।
কুশল পঞ্জাবী এরকম বেশ কিছু ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন