জাস্ট দুনিয়া ডেস্ক: রাজীব কুমারকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করায় বাধা নেই বলে জানিয়ে দিলেন আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে রাজীবের নামে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায় সিবিআই।
দু’পক্ষের সওয়াল-জবাব শেষে প্রায় পাঁচ ঘণ্টা রায়দান স্থগিত রেখে রাতে আদালত জানিয়েছে, রাজীব কুমারকে কোনও পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারবে সিবিআই। আদালতের বক্তব্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যা পর্যবেক্ষণ রয়েছে এবং ভারতীয় ফৌজদারি বিধিতে যা বলা হয়েছে, তাতে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির কোনও প্রয়োজন নেই।
এই সংক্রান্ত আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে
এ দিনের রায়ের পরে রাজীবের আইনজীবীরা জানান, শুক্রবার তাঁরা আগাম জামিনের আবেদন করবেন। এ দিন শুনানির সময় রাজীবের সঙ্গে দাউদ ইব্রাহিমের তুলনা টানেন সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্র।
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)