ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ: ভিনেশের পর অলিম্পিকের যোগ্যতা অর্জন বজরং পুনিয়া ও রবি দাহিয়ার

ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপসেমিফাইনালে হেরে হতাশ বজরং পুনিয়া

জাস্ট দুনিয়া ডেস্ক: ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে হেরে গেলেন বজরং পুনিয়া ও রবি দাহিয়া। হেরে গেলেও সুখবর হল, দু’জনেই ২০২০ টোকিও অলিম্পিকের অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন। বৃহস্পতিবার নুর-সুলতানে ভারতের জন্য এটাই সব থেকে বড় সুখবর। ৬৫ কেজি ও ৫৭ কেজি বিভাগে নেমেছিলেন দু’জনে। রবি কুমার ৫৭ কেজি বিভাগে ৪-৬-এ হারলেন জাউর উগুয়েভের কাছে এব বজরং পুনিয়া হারলেন দওলেত নিয়াজবেকভের কাছে। যদিও শেষ পর্যন্ত তাঁদের ম্যাচের ফল ৯-৯।

খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে

বুধবারই ভারতের প্রথম কুস্তিগীর হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছিলেন ভিনেশ ফোগত। তার সঙ্গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে জীবনের প্রথম পদক হিসেবে ব্রোঞ্জও জিতে নিয়েছিলেন তিনি। এ বার আরও দু’জন জায়গা করে নেওয়ায় এই ইভেন্টে পদকের স্বপ্ন বাড়ছে।

বুধবারই ভিনেশ জানিয়ে দেন, একটা স্বপ্ন পূরণ হয়েছে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ থেকে পদক জয়ের এবার লক্ষ্য অলিম্পিক। এই ব্রোঞ্জকে তিনি সোনায় রূপান্তরিত করতে চান। এদিন টুইট করে ভিনেশের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)