মমতা বাঘের সঙ্গে নিজের তুলনা টানলেন, মুকুলের পাল্টা ‘আমরাই আহত বাঘ’

মমতা বাঘের সঙ্গে নিজের তুলনা টানলেনমমতা বাঘের সঙ্গে নিজের তুলনা টানলেন

জাস্ট দুনিয়া ডেস্ক: মমতা বাঘের সঙ্গে নিজের তুলনা টানলেন এ বার। সোমবার নবান্নে তাঁকে বলতে শোনা গেল, ‘‘বিজেপি যদি ভাবে আমার সরকার ভেঙে আমাকে স্তব্ধ করতে পারবে, তা হলে মনে রাখবেন মৃত বাঘের থেকে আহত বাঘ বড় ভয়ঙ্কর।’’

এ দিন নবান্নে প্রশাসনিক বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বাঘের সঙ্গে নিজের তুলনা টানলেন সেই সময়। পরে এ দিন বিকেলে রাজ্য বিজেপির সদর দফতরে দলীয় নেতা মুকুল রায় মমতার এই মন্তব্যকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে রাজ্যে একের পর এক বিজেপি কর্মী খুন হয়েছেন। এখনও প্রতি দিন আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে। তাঁরা খুন হচ্ছেন। বাংলায় আমরাই আহত বাঘ। আর সেই বাঘ কী করতে পারে, নির্বাচনে ইতিমধ্যেই তার প্রমাণ পাওয়া গিয়েছে।’’

নবান্নে এ দিন মমতা রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলতে গিয়ে সন্দেশখালির ঘটনার কথা তুলে ধরেন। প্রশ্ন তোলেন, ‘‘দু’জন খুন হয়েছেন। কেন বলা হচ্ছে ৪-৫ জন খুন হয়েছেন?’’ ভোট-পরবর্তী গন্ডগোলের জন্য বিজেপিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপি এ সব করছে। এটা গেমপ্ল্যান।’’

আরও পড়ুন…
সন্দেশখালিতে সংঘর্ষ বিজেপি-তৃণমূলে, হত ৩! উদ্বিগ্ন কেন্দ্র অ্যাডভাইসরি পাঠাল রাজ্যকে

লোকসভা ভোট পরবর্তী রাজ্যের পরিস্থিতিকে ২০০৯ সালের সঙ্গে অনেকেই তুলনা করছেন বলে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘‘তখন সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই ছিল। ৩৪ বছরের অত্যাচার ছিল। তখন আমরা লোকসভায় ২৬টি আসন পেয়েও কোনও রকম অত্যাচার করিনি।’’

রাজ্যের কয়েকটি জায়গায় পুলিশ ঠিক মতো কাজ করছে না বলেও এ দিন অভিযোগ তোলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কয়েক জায়গায় স্থানীয় ওসি, সাব ইনস্পেক্টররা ঠিক মতো দায়িত্বপালন করছেন না। তিনচারটে জেলায় গুন্ডামি হচ্ছে। আমরা লক্ষ রাখছি কোথায় কোথায় কারা গুন্ডামিতে মদত দিচ্ছে।’’

অন্য দিকে এ দিন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বেলা ১২টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তিনি। পৌনে একটা নাগাদ দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। দুই বৈঠকেই রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে পরে জানান রাজ্যপাল।

সন্দেশখালিতে দুই বিজেপি কর্মীকে খুনের ঘটনার প্রতিবাদে সোমবার বসিরহাট মহকুমায় ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছিল বিজেপি। সকাল থেকে কখনও রেল অবরোধ করেছেন বিজেপি কর্মীরা। কখনও মিছিল করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বন্‌ধ-ধর্মঘটের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন, তখন বসিরহাটে বন্‌ধ রুখতে কেন সক্রিয় হল না তৃণমূল, প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)