KK Death কর্তৃপক্ষের গাফিলতিই কেকে-র মৃত্যুর কারণ, বললেন রাজ্যপাল

KK Death

জাস্ট দুনিয়া ডেস্ক: KK Death প্রসঙ্গে এ বার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কর্তৃপক্ষের অসাবধানতাই বলিউড গায়কের মৃত্যুর কারণ। শনিবার এমন মন্তব্যই করেছেন রাজ্যপাল।

গত ২৯ মে উত্তরবঙ্গে গিয়েছিলেন জগদীপ। সফর শেষে শনিবার তিনি বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন। রবিবার তাঁর রাজস্থানের উদয়পুর যাওয়ার কথা। বাগডোগরায় দাঁড়িয়ে তিনি কেকে-র মৃত্যু প্রসঙ্গে বলেন, ‘‘সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যু বেদনাদায়ক। আমার কাছে বিভিন্ন মানুষ ভিডিও পাঠিয়েছেন। যা খবুই বেদনাদায়ক। অনুষ্ঠান কর্তৃপক্ষের অসাবধানতা এবং গাফিলতিই এর জন্য দায়ী। ভিড় সামলানো উচিত ছিল। ভিড়ের কথা মাথায় রেখে অনুষ্ঠান করা উচিত ছিল।’’

রাজ্যপালের এই ধরনের মন্তব্যে রাজ্যের শাসক দল তৃণমূল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করেছেন, রাজ্যপালের বদলে ওঁর বিরোধী দলনেতা হওয়া উচিত ছিল। ফিরহাদ বলেন, ‘‘কলকাতার পুলিশ কমিশনার ওই দিনের ঘটনার তদন্ত করে রিপোর্ট দিয়েছেন। সেখানে কোনও পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমি ওখানে ছিলাম না। প্রত্যক্ষদর্শীও নই। সংবাদমাধ্যমে যা দেখেছি, কেকে তাঁর পারফরম্যান্সের সময় স্বাভাবিক অবস্থাতেই ছিলেন। নাচানাচির সময় গা গরম হয়ে যায়। গান গাইতে গাইতে ঘেমে গিয়ে বার বার ঘাম মুছছিলেন। জল খাচ্ছিলেন। সেটাই স্বাভাবিক। আমরা যখন মঞ্চে বক্তৃতা দিই তখন আমাদেরও ঘাম হয়। রাজ্যপাল এ সব জানেন না বোধহয়।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

গত মঙ্গলবার রাতে নজরল মঞ্চে গুরুদাস কলেজের ফেস্টে অনুষ্ঠান করেন কেকে। অনুষ্ঠান শেষে মধ্য কলকাতার হোটেলে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার পর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ফিরহাদের বক্তব্য, ‘‘অনুষ্ঠান শেষ করে কেকে যখন বেরিয়ে যাচ্ছেন, তখনও তাঁকে দেখে অস্বাভাবিক কিছুই মনে হয়নি। হোটেলে ঢোকার ভিডিও দেখেও আমার কিছু মনে হয়নি। কিন্তু যখন তিনি লিফ্‌টে উঠলেন, তখন তাঁর সমস্যা শুরু হয়। বোঝা গেল ওঁর শরীরটা খারাপ হয়েছে। কেউ তো ভগবান নয়, যে আগে থেকে বুঝতে পারবে বা সব কিছু জেনে যাবে।’’

রাজ্যপাল রাজনীতিকের মতো কাজ করছেন বলে অভিযোগ করেন ফিরহাদ। তিনি বলেন, ‘‘রাজ্যপালের যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটা রাজনীতি। কারণ বিজেপি যা বলে, তিনিও তাই বলেন।’’

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle