জাস্ট দুনিয়া ডেস্ক: KMC Election 2021 কলকাতায় রবিবার পুরভোট ছিল। সকাল ৮টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ। শেষ হল বিকেল ৫টায়। ভোটগ্রহণ শেষ হতেই রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল, ভোট শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। পুলিশের ভূমিকাতেও খুশি কমিশন। একই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও জানিয়েছেন, কলকাতায় পুরভোট মিটেছে শান্তিপূর্ণ ভাবে।
কমিশন বা মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করলেও বিরোধীরা তা মানতে নারাজ। তাদের অভিযোগ, ছাপ্পাভোট দিয়ে শাসকদল গোটা বিষয়টাকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল এ দিন সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে। ভোট নয় প্রহসন হয়েছে— এই অভিযোগ তুলে শুভেন্দু কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি করেছেন।
রাজ্যপালের সঙ্গে দেখা করে ওই প্রতিনিধি দল সোজা রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যায়। তার আগে শুভেন্দু বলেন, ‘‘কলকাতায় ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। কলকাতার আসল ভোটারদের মাত্র ২০ শতাংশ ভোট দিয়েছেন। বাকিটা তৃণমূল ছাপ্পা দিয়েছে।’’ কমিশন থেকে বেরিয়ে শুভেন্দু জানান, কমিশনের কাছেও তাঁরা পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।
বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন বিকেলে দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘‘কলকাতায় শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘কেউ যদি ১৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, তা হলে তাঁরা নাটকই করবে। ওদের পাত্তা না দেওয়াই ভাল। আমি খুশি যে শান্তিপূর্ণ ভোট হয়েছে।’’
তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও ভোট দিতে গিয়েছিলেন মিত্র ইনস্টিটিউশনে। সেখান থেকে বেরিয়ে অভিষেক বলেন, ‘‘অশান্তির ভিডিয়ো ফুটেজ থাকলে আনুন। তৃণমূলের কেউ, কোথাও, কোনও ভাবে জড়িত আছে প্রমাণ দিতে পারলে ২৪ ঘণ্টার মধ্যে দল ব্যবস্থা নেবে।’’
একই সঙ্গে প্রশাসনিক স্তরেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘‘বিজেপি কোথাও এজেন্ট দিতে না পারলে তার দায় তৃণমূলের নয়। পরশু গণনায় যদি তৃণমূল ১৩০-এর উপর আসন পায়, একটা অজুহাত তো (বিজেপিকে) দিতে হবে।’’
এ দিনের ভোট-পর্ব প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘যে ধরনের অগণতান্ত্রিক পদ্ধতি বা পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায়, তার প্রতিবাদ জানিয়েছি। আমরা আগেও বলেছিলাম, কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশকে দিয়ে সুষ্ঠু ও অবাধ পুরভোট করানো সম্ভব নয়। সে জন্যই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিলাম।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)