জাস্ট দুনিয়া ডেস্ক: রাজীব কুমারের রক্ষাকবচ হাইকোর্ট তুলে নিল। শুক্রবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্রের রায় জানিয়ে দেয়, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, এমন রক্ষাকবচ আর থাকছে না।
এর পরেই আইনি ভাবে তাঁকে গ্রেফতারের ক্ষেত্রে আর কোনও বাধা সিবিআইয়ের কাছে রইল না বলেই মনে করছিল আইনজীবী মহল।
এই সংক্রান্ত আরও খবরের জন্য ক্লিক করুন
তাৎপর্যপূর্ণ ভাবে হাইকোর্টের এই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই এ দিন বিকেলে ৩৪ নম্বর পার্কস্ট্রিটে রাজীবের বাসভবনে গিয়ে তাঁকে হাজিরা দেওয়ার নোটিস দিয়ে আসে সিবিআই। আগামিকীল শনিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজীব কুমার সেই সময় বাড়িতে ছিলেন না। আইনজীবীদের একটা অংশের মতে, এর পর সুপ্রিম কোর্টে যেতে পারেন রাজীব। তবে, গত মে মাসে রক্ষাকবচ তুলে নিয়ে সুপ্রিম কোর্টই তাঁকে হাইকোর্টে পাঠিয়েছিল বলে আইনজীবীদের ওই অংশের দাবি।
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)