জাস্ট দুনিয়া ডেস্ক: পয়লা জানুয়ারি থেকেই মাইনে বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মচারী সংগঠন ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন’-এর সভা ছিল। সেখানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গঠিত ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ওই মঞ্চ থেকেই ঘোষণা করেন মমতা।
এই সংক্রান্ত আরও খবরের জন্য ক্লিক করুন
তাঁর দাবি, এ দিনই তিনি কমিশনের সুপারিশ হাতে পেয়েছেন। সেখানে বর্তমান মূল বেতনকে ২.৫৭ দিয়ে গুণ করে নতুন বেতন কাঠামোর বেসিক তৈরি করার সুপারিশ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ওই সভায় জানিয়েছেন, এখন মূল বেতন ৭ হাজার টাকা হলে নয়া কাঠামোয় তা হবে ১৭ হাজার ৯৯০ টাকা। গ্র্যাচুইটি ৬ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। আগামী ২৩ তারিখ মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানেই সবটা ঠিক হবে।
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)
২০১৫-র নভেম্বরে ষষ্ঠ বেতন কমিশন তৈরি হয়। কয়েক দফা মেয়াদ বৃদ্ধির পরে এ দিন প্রথম রিপোর্ট জমা দিল কমিশন। দ্বিতীয় পর্বের কাজ এখনও চলছে।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সমাবেশ…