জাস্ট দুনিয়া ডেস্ক: মমতার উপর হাজরায় হামলা হয় ১৯৯০ সালের ১৬ অগস্ট। ঘটনার ২৯ বছর পর সেই হামলার ঘটনায় মূল অভিযুক্ত লালু আলমকে মামলা থেকে প্রমাণের অভাবে রেহাই দিল আলিপুর আদালত।
আদালতের ষষ্ঠ অতিরিক্ত দায়রা বিচারক পুষ্পল শতপথী বৃহস্পতিবার লালু আলমকে মামলা থেকে রেহাই দিয়ে জানান, অপরাধের সাক্ষ্যপ্রমাণ না মেলায় মামলা খারিজ করা হল। ওই মামলায় ৫৬ জন সাক্ষী ছিলেন। তাঁদের অধিকাংশই মারা গিয়েছেন। সেই তালিকায় রয়েছেন ৫ প্রত্যক্ষদর্শীও। সরকারি আইনজীবীর দাবি, লালু আলমের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তা প্রমাণ করা কঠিন ছিল। তাই মামলা খারিজ করে দেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়।
এই সংক্রান্ত আরও খবরের জন্য ক্লিক করুন
সরকারি আইনজীবীর ব্যাখ্যা, সাক্ষ্যের অভাবে লালুর বিরুদ্ধে অপরাধ প্রমাণের কোনও সুযোগ ছিল না। তাই মামলা খারিজের আবেদন জানানো হয়েছিল। লালু যদিও দাবি করেন, ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন না। জানতেনও না কিছু। পরে পুলিশ এসে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)