জাস্ট দুনিয়া ডেস্ক: এনআরসি-র বিরোধিতায় শহরে মিছিল তৃণমূলের। আর সেই মিছিলে বৃহস্পতিবার সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত হাঁটলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, শ্যামবাজারের সভা থেকে তিনি রীতিমতো হুঁশিয়ারিও দিলেন কেন্দ্রীয় সরকারকে।
এনআরসি হলে এ রাজ্য থেকে দু’কোটি মানুষের নাম বাদ পড়বে। বুধবার দিল্লিতে এমন হুমকিই দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা এ দিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিয়েছেন, ‘‘ক্ষমতা থাকলে দুটো লোকের গায়ে হাত দিয়ে দেখাক। আমি বেঁচে থাকতে এ রাজ্যে এনআরসি হতে দেব না।’’
এই সংক্রান্ত আরও খবরের জন্য ক্লিক করুন
মমতা এ দিন শ্যামবাজারের সভা থেকে আরও বলেন, ‘‘যাঁরা বাংলায় বাস করেন, তাঁরাই বাংলার নাগরিক। যিনি যে ভাষায় কথা বলেন, সেটাই তাঁর বৈশিষ্ট্য।’’ তার পরেই মমতার হুঁশিয়ারি, ‘‘দেখি কত জনকে জেলে ঢোকাতে পার!’’
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)