লোকাল ট্রেনে না, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে উপনির্বাচন, কী বললেন মমতা

কোভিড বিধি-নিষেধ

জাস্ট দুনিয়া ডেস্ক: লোকাল ট্রেনে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাম্প্রতিক কালে স্টাফ স্পেশাল আটকে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সমস্যা সৃষ্টি হচ্ছে। যাত্রীদের অবরোধ, বিক্ষোভে বন্ধ হচ্ছে ট্রেন চলাচল। রেলের তরফেও রাজ্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছিল লোকা ট্রেন চালু করার জন্য কিন্তু তাতে সম্মতি জানাননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ট্রেন চালু হলে তা আবার ছড়িয়ে পড়বে। রাজ্যে অল্প করে বাকি সব পরিবহন চালু হয়েছে। অনেক কিছু শিথিল করা হয়েছে।’’

১ জুলাই থেকে আরও শিথিল হবে সব নিয়ম কিন্তু লোকাল ট্রেন চালু হওয়ার কোনও নেই বলেই মনে হচ্ছে এদিনের বক্তব্যের পর। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভায় অনুমোদন পেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। ৩০ জুন হবে আনুষ্ঠানিক উদ্বোধন। নির্বাচনের আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যা ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যেই পুরো করলেন। পড়াশোনার জন্য দেওয়া হবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ। এই ঋণ ফেরৎ দেওয়ার জন্য চাকরি পাওয়ার পর ১৫ বছরও সময় পাওয়া যাবে।

এদিনও বিধানসভা উপনির্বাচন নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন। বুধবার অনুরোধ করেছিলেন। এদিন আবারও প্রশ্ন তোলেন, রাজ্যে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে তার পরও কেন নির্বাচনের দিন ঘোষণা হচ্ছে না। সাতদিনের মধ্যে ভোটের দাবি করেছেন তিনি। পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হবে। সেগুলি হল দিনহাটা, খড়দহ, শান্তিপুর, ভবানীপুর ও গোসাবা। উপনির্বাচন হয়ে গেলেএ পুরসভা নির্বাচনের কথা ভাববে রাজ্য। এদিকে কোভিড বিধি মেনে শুক্রবার থেকেই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন বলে জানিয়েছেন মমতা। শুনে নিন আর কী কী বললেন মুখ্যমন্ত্রী এদিনের সাংবাদিক সম্মেলনে-

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)