জাস্ট দুনিয়া ডেস্ক: Madan Mitra এ বার রুদ্রনীল ঘোষকে নিয়ে গান বাঁধলেন। তবে স্বরচিত সেই গানে তিনি রুদ্রনীলের নাম নেননি। বরং ‘রুদ্ধনীল’ শব্দটি উচ্চারণ করেছেন। সংবাদমাধ্যমের সামনে অবশ্য এ বিষয়ে তিনি ভাঙতে চাননি। তবে গানটি যে রুদ্রনীলকে নিয়ে, সেটাও অস্বীকার করেননি। বুধবার পরিবহণ ভবনে বসে ওই গানটি তিনি ফেসবুকে লাইভ করেন। সঙ্গে মিউজশিয়ানও ছিলেন। তাঁরা রীতিমতো মদনের সঙ্গে সঙ্গত করেছেন। এ গান মদন নিজেই লিখেছেন। সুরও তাঁর দেওয়া বলে দাবি করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। রুদ্রনীল যদিও মদনের গান শুনে বেদম চটেছেন। তাঁর মতে এটি গান নয়। রীতিমতো হুমকি। মদন তাঁকে হুমকি দিয়েছেন বলে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেছেন বিজেপি নেতা রুদ্রনীল।
কী গাইলেন মদন
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)