জাস্ট দুনিয়া ডেস্ক: এত বড় রোপওয়ে দুর্ঘটনা দেশে সাম্প্রতিক সময়ে ঘটেনি। দেওঘরে ত্রিকূট পাহাড়ে যে ভাবে দুটো রোপওয়ের সঙ্গে সংঘর্ষে ভেঙে পরার ঘটনা ঘটেছে (Deoghar Ropeway Rescue)। তবে সেখানেই শেষ হয়নি। তার পর দু’দিন ধরে খাদের উপর ঝুলে থেকেছেন পর্যটকরা। উদ্ধারকার্য চলাকালীন দু’জন হেলিকপ্টার থেকে পড়েও গিয়েছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। মোট তিন জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। তবে কঠিন পরিস্থিতি ও পরিবেশের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে গিয়েছেন বায়ুসেনার জওয়ানরা। এক তো চারদিক পাহাড়ে ঘেরা তার উপর প্রবল হাওয়া। সব মিলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই উদ্ধারকাজ চালতে হয়েছে সেনাবাহিনী ও বায়ুসেনাকে। বুধবার তাঁদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনে নিন সেই মিটিংয়ের অংশ—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)