জাস্ট দুনিয়া ব্যুরো: দক্ষিণেশ্বর মন্দির ও তার চারপাশ অনেকদিন আগেই বদলে গিয়েছে। তৈরি হয়েছে ডালার আলাদা মার্কেট। তৈরি হয়েছে স্কাইওয়াক। সবই করে দিয়েছে তাঁর সরকার (Mamata At Dakshineswar)। এবার তার সঙ্গে যুক্ত হতে চলেছে লাইট অ্যান্ড সাউন্ড। যার মাধ্যমে দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস জানতে পারবেন পর্যটকরা। স্বাভাবিকভাবেই এমনিতেই পর্যটক থেকে সাধারণ মানুষ— সকলের কাছেই এই মন্দিরের আকর্ষণ ছিলই এবার লাইট অ্যান্ড সাউন্ডের আগমে তা আর কয়েক ধাপ বেড়ে যাবে। এদিন দক্ষিণেশ্বর মন্দির থেকে রামকৃষ্ণের বানী আরও একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণের ‘টাকা মাটি, মাটি টাকা’ বানী মনে করিয়ে বলে দিলেন, প্রয়োজনের বেশি চাহিদা আসলে ভাল নয়, সেটাই বলতে চেয়েছিলেন ঠাকুর।
এদিন ২৫ মিনিটের একটি শো-ও দেখানো হয়। যেখানে উঠে আসে দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস। রামকৃষ্ণ দেব, সারদা মা, রানী রাসমনির কাহিনী। দক্ষিণেশ্বর মন্দিরকে ঘিরে থাকা সব কাহিনীকে ধরা হয়েছে এই ২৫ মিনিটে। একটি বইয়েরও এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেও রয়েছে মন্দিরের ইতিহাস সঙ্গে বেশ কিছু দুর্মূল্য ছবি। এদিন উদ্বোধনের আগে মূল মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি।
দেখে নিন পুরো অনুষ্ঠান সঙ্গে শুনে নিন কী কী বললেন মুখ্যমন্ত্রী—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google