জাস্ট দুনিয়া ব্যুরো: বুধবার Jhargram Admin Meet-এ বেশ কয়েকবার রাগতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে ভরা সভায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে টেন্ডারে কারসাজির অভিযোগ আনলেন আরও এক অফিসার মামণি মুর্মু। অভিযোগের তীর ছিল শুভ্রা মাহাতো ও উজ্জ্বল দত্তের বিরুদ্ধে। শুনে রীতিমতো তেলে-বেগুনে জ্বলে ওঠেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই তদন্তের নির্দেশ দেন। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘আর কত খাবেন?’’সবাইকে আমিত্ব ছেড়ে সবাইকে নিয়ে কাজ করার নির্দেশ দেন। যদিও যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা দু’জনেই তা অস্বীকার করেছেন। এবং সবটাই যে ই-টেন্ডার তাও তাঁরা বুঝিয়ে দেন। এর পর অভিযোগকারীকেই পাল্টা একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নিন আর কী কী হল এই সভায়—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)