প্রধানমন্ত্রী বিকৃত তথ্য তুলে ধরছেন, অভিযোগ করলেন মমতার

প্রধানমন্ত্রী বিকৃত তথ্য তুলে ধরছেন

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রধানমন্ত্রী বিকৃত তথ্য তুলে ধরছেন, অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের উদ্দেশে তাঁর শুক্রবারের বক্তৃতায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলে বলেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যে ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা’ চালু করতে না-দিয়ে কৃষকদের বঞ্চিত করছেন। মোদীর এই বক্তব্যের পরে দলীয় ভাবে তৃণমূল তাঁর বিরুদ্ধে অভিযোগ জানায়।

পরে বিবৃতি দিয়েও প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘যে রাজ্য সরকার কেন্দ্রের এত প্রকল্প রূপায়ণ করছে, তার বিরুদ্ধে কৃষক স্বার্থরক্ষা করবে এমন কোনও প্রকল্পে অসহযোগিতার অভিযোগ অবাস্তব। এই প্রকল্প নিয়ে আমি ব্যক্তিগত ভাবে দু’টি চিঠি লিখেছি এবং দু’দিন আগেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথাও বলেছি। কিন্তু তারা ( কেন্দ্রীয় সরকার) তা না-শুনে রাজনৈতিক লাভের জন্য কুৎসা করে চলেছে। মানুষ আমাদের কাজের স্বীকৃতি দেবেন, কুৎসার নয়। যাঁরা রাজ্যের দুর্নাম করছেন, মানুষ তাঁদের উপযুক্ত জবাব দেবেন।’’


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

মমতার পাল্টা অভিযোগ, ‘‘কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের প্রচলিত রীতি-পদ্ধতি উপেক্ষা করে তারা রাজনীতিতে মদত দিয়ে চলেছে।’’ মুখ্যমন্ত্রী তাঁর বিবৃতিতে বলেছেন, ‘‘রাজ্যকে সাহায্য করতে মোদী সরকার কিছুই করেনি। জিএসটি বাবদ ৮ হাজার কোটি-সহ কেন্দ্রের কাছে রাজ্যের ৮৫ হাজার কোটি টাকা প্রাপ্য। রাজ্যের জন্য প্রধানমন্ত্রীর সত্যিই কোনও ভাবনা থাকলে তিনি ওই প্রাপ্যের একটা অংশ দিন। রাজ্য নিজের কাজ করে নিজেই করে নিতে পারবে।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করলেও আমরা তেমন প্রকল্পের জন্যও সব কিছু করব, যাতে রাজ্যবাসীর সামান্য উপকারের সম্ভাবনা থাকবে। লক্ষ লক্ষ কৃষক কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পথে নেমেছেন। তাঁদের সমস্যা সমাধানে উদ্যোগী না হয়ে প্রধানমন্ত্রী টেলিভিশন-বক্তৃতায় তাঁর উদ্বেগ জানাচ্ছেন।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)