জাস্ট দুনিয়া ব্যুরো: পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলায় (Bardhaman District Meet) বুধবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দু’দিন ধরে এই জেলাতেই রয়েছেন তিনি। মঙ্গলবার আসানসোল থেকে সভা করেছিলেন। এদিন জেলার মুখ্য আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলার উন্নতিতে আলোচনা সারলেন তিনি। খোঁজ নিলেন বিভিন্ন প্রকল্পের। পাশাপাশি এই মঞ্চ থেকেও কেন্দ্রকে একহাত নিলেন। অভিযোগ করলেন, ১০০ দিনের কাজ, বাংলার বাড়ি, গ্রামের রাস্তা—কোনও কিছুতেই টাকা দিচ্ছে না সরকার। এদিন এই জেলার আধিকারিকদের মধ্যে ডিএম, এসপি, বিডিও, বিধায়ক, সাংসদরাও উপস্থিত ছিলেন। দেখে নিন বর্ধমান জেলা প্রশাসনিক বৈঠকের বিস্তারিত আলোচনা—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google