জাস্ট দুনিয়া ব্যুরো: এই মুহূর্ত উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই সফরেরই অঙ্গ ছিল গণ বিবাহ (Mass Marriage Ceremony)। আর সেই গণ বিবাহে অংশ নিলেন স্বয়ং মুখ্য্যমন্ত্রী। মমতার হাত থেকেই অনেকে উপহার পেলেন শাড়ি, বিয়ের পোশাক। এবার মুখ্যমন্ত্রীর সফর দুই জেলা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এদিন তিনি হাশিমারায় গণ বিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে পাত্র-পাত্রীদের শুভেচ্ছা জানান। তুলে দেন উপহার। সামনে থেকে দেখেন বিয়ের অনুষ্ঠান।
ধামসা-মাদলের তালে স্থানীয়দের সঙ্গে পা মেলাতেও দেখা গেল তাঁকে। মিশে গেলেন একদম তৃণমূল স্তরে। তাঁদের মতো করেই পরলেন শাড়ি। সবুজ পাড়ের স্ট্রাইপ সাদা শাড়িতে নৃত্যরত মহিলাদের সঙ্গে হাতে হাত ধরে নাচলেন। এত কাছে মুখ্যমন্ত্রীকে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত সকলে।
এদিন সেই মঞ্চ থেকে হিন্দিতে ভাষণের ফাঁকেই তিনি জানিয়ে দিলেন স্থানীয় ভাষা তিনি বোঝেন, বলতেও পারেন। সেখানে গিয়ে যে তিনি খুশি সেটাও বলতে ভোলেননি। দেখে নিন গণ বিবাহের অনুষ্ঠান। শুনুন সেই মঞ্চ থেকে উত্তরবঙ্গের মানুষদের কী বার্তা দিলেন তিনি—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google