জাস্ট দুনিয়া ব্যুরো: দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের মঞ্চ থেকে জানিয়ে দিলেন, বিধানসভা নির্বাচনের আগেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন। এদিন দুয়ারে রেশনের মঞ্চ থেকে নতুন এই প্রতিশ্রুতি দিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধনে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ফিরহাদ হাকিমের মতো মমতা সরকারের গুরুত্বপূর্ণ মানুষেরা। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এর সঙ্গে এদিনই চালু করা হল হোয়াটসঅ্যাপ নম্বর। রেশন সংক্রান্ত সব রকমের বক্তব্য, প্রশ্ন এই নম্বরের মাধ্যমে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যাবে।
উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বাংলার সরকার মানুষের কথা ভাবছে, ভাবে। রাজ্যের স্বার্থে, রাজ্যবাসীর জন্য রেশন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাকে তিনি মানুষের সেবা বলেই ব্যাখ্যা করেছেন। তবে কীভাবে পৌঁছবে রেশন বাড়িতে। সেই সব জল্পনারও অবসান ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছে, ডিলাররা গাড়ি করে রেশন নিয়ে লোকেশনে যাবেন যেখানের ৫০০ মিটারের মধ্যে থাকা বাসিন্দারা গিয়ে রেশন সংগ্রহ করবে। যার ফলে দূরের রেশন দোকান বা দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।
শুনে নিন আর কী কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)