নবান্নে বণিকসভাগুলোর সঙ্গে মমতার বৈঠক, দেখুন লাইভ…

পেগাসাস ইস্যুতে তদন্ত কমিশন

জাস্ট দুনিয়া ব্যুরো: নবান্নে বণিকসভাগুলোর সঙ্গে মমতার বৈঠক, দেখুন লাইভ…

  • হোটেল কর্মীদের ভ্যাকসিন দিতে হবে
  • বিকেল ৫টা থেকে ৮টা হোটেল খোলা রাখুন
  • হোটেল বন্ধ থাকুক আমরা এটা চাই না।
  • কর্মীদের ভ্যাকসিন দেওয়া থাকলে হোটেল খোলা থাকবে
  • কোভিড সংক্রমণ অনেকটা কমেছে
  • ভ্যাকসিন করার ক্ষেত্রে বণিকসংগঠনগুলির সহায়তা দরকার
  • বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র
  • কোভিড বিধি মেনে রেস্তরাঁ চালানো যেতে পারে
  • করোনাবিধি মেনে খুলতে হবে হোটেল
  • আপনাদের কর্মীদের টিকা দিতে যে টাকা লাগবে তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিন
  • কর্মীদের টিকা দিয়ে রেস্তরাঁ খোলা যেতে পারে
  • শ্রমিকদের টিকাকরণে অগ্রাধিকার
  • রেস্তরাঁ বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা যেতে পারে
  • সুপার স্প্রেডারদের ভ্যাকসিনেশনে জোর
  • ভ্যাকসিনেও জিএসটি বসিয়েছে কেন্দ্র
  • দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে আক্রান্ত কমবয়সিরা
  • সরকারের একার পক্ষে সব করা সম্ভব নয়
  • নির্মাণ সংস্থাগুলি কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করুক
  • আমরা রাজ্যে ১.৪ কোটি ভ্যাকসিন দিয়েছি
  • বণিকসভা নিজেরাই ভ্যাকসিন জোগাড় করুক
  • এক একটা গ্রাম অধিগ্রহণ করতে পারে বণিকসভা
  • করোনার কারণে এখনও বিধিনিষেধ কার্যকর
  • কেন্দ্র আমাদের দাবি মতো ভ্যাকসিন দিচ্ছে না
  • ইতিমধ্যেই আমরা অনেক ভ্যাকসিন কিনেছি
  • করোনায় কমবয়সিদের মৃত্যুর হারও বেশি
  • পরিচারিকাদের টিকাকরণ নিয়ে ভাবনাচিন্তা চলছে
  • ১৫টি বণিকসভাকে নিয়ে একটা কমিটি গঠন করতে হবে
  • সংক্রমণ ছড়িয়ে পড়ুক, আমরা সেটা চাইছি না
  • রাজ্যে বিভিন্ন শিল্প ক্ষেত্রে কাজ শুরু হয়েছে
  • স্বাস্থ্য দফতর টিকা দেওয়ার ব্যবস্থা করবে
  • আমরা কিন্তু রাজ্যে কোনও কার্ফু ঘোষণা করিনি
  • আমরা একেবারে সব কিছু বন্ধ করিনি
  • পর্যটনে অনেক কিছু করার আছে
  • কেন্দ্র আমাদের চাহিদা মতো ভ্যাকসিন দিচ্ছে না
  • করোনাবিধি মেনে ৫০ শতাংশ কর্মী নিয়ে হোটেল খোলা যাবে
  • ২৫ শতাংশ কর্মী নিয়ে শপিংমল খোলা যায় কি না চিন্তাভাবনা চলছে
  • ১৫ জুন থেকে শপিংমল খোলার চিন্তাভাবনা চলছে
  • কোভিড সংক্রমণ অনেকটা কমেছে
  • জেলার বাজারগুলোও স্যানিটাইজ করুক বণিকসভাগুলো

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)