বিসিসিআই-এর ক্যামেরায় ভারতের দুই ক্রিকেট দলের ইংল্যান্ড যাওয়া

বিসিসিআই-এর ক্যামেরায়

জাস্ট দুনিয়া ডেস্ক: বিসিসিআই-এর ক্যামেরায় ভারতীয় দলের ক্রিকেটাররা মাঝে মাঝেই ধরা দেন বিভিন্ন মুডে। এবার বিষয়টা একটু অন্যরকম। এবার ভারতের দুই সিনিয়র দল, মানে ভারতের মহিলা দল ও ভারতের পুরুষ দল একই সঙ্গে উড়ে গেল ইংল্যান্ডে খেলতে। বিরাট কোহলিদের সামনে রয়েছে প্রথমে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন তাঁরা। অন্যদিকে মিতালি রাজদের সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। করোনা আবহে দুই দলকে একই সঙ্গে চার্টার্ড বিমানে পাঠানো হল ইংল্যান্ডে। তাঁর আগে বিসিসিআই-এর ক্যামেরায় ধরা পড়ল দুই দলের অনুশীলন‌। সঙ্গে অনেকদিন পর আবার আন্তর্জাতিক মঞ্চে দেশের ঝান্ডা ওড়ানোর অপেক্ষা। 

বুধবার গভীর রাতে ইংল্যান্ডের উদ্দেশে উড়ে গেল ভারতের মহিলা ও পুরুষ দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইটার হ্যান্ডল জানান দিল সে কথা। বিমান বন্দরে দুই দলের অপেক্ষার ছবি পোস্ট করে। ভারতীয় পুরুষ দলের নেতৃত্বে বিরাট কোহলি এবং ভারতীয় মহিলাদলের নেতৃত্বে মিতালি রাজ। কোচের সঙ্গে ঝামেলা মিটিয়ে মিতালি এখন দেশের হয়ে খেলতে মশগুল। বিসিসিআই বিমান বন্দরে ক্রিকেটারদের ছবি পোস্ট করে লিখেছে, ‘‘অফ উই গো’’। আর সেখানে পৌঁছেও গেল ভারতের দুই দল।

বিরাট কোহলিদের দীর্ঘ প্রায় চার মাসের সফর। মেয়েদের সেদিক থেকে কিছুটা কম। কারণ বিরাটরা সেখানে ছ’টি টেস্ট ম্যাচ খেলবে। একটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং পাঁচটি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট। অন্যদিকে মেয়েরা খেলবেন একটি টেস্ট ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। দেখুন দুই দলের অনুশীলনের সেই ভিডিও—

ভারতীয় দলের চার্টার্ড বিমান সরাসরি পৌঁছবে সাদাম্পটনে। সেখানেই ১০ দিনের কোয়রান্টিনে থাকবে দুই দল। সাদাম্পটনের এজেস বোলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন ভারতীয় পুরুষ দল ১৮ জুন থেকে। সাদাম্পটন উড়ে যাওয়ার আগে বিরাট কোহলি বলেন, ‘‘ইংল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ড আমাদের মতই শক্তিশালী। আমরা সেটা ভেবেই বিমানে উঠছি্ যে আমরা একই পর্যায়ে রয়েছি এবং যে দল মরসুমের পর মরসুম, ঘণ্টার পর ঘণ্টা ভাল খেলবে তাঁরাই চ্যাম্পিয়নশিপ জিতবে।’’

অন্যদিকে ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন মিতালি রাজের কাছে দীর্ঘদিন পর টেস্ট ম্যাচ খেলার উত্তেজনা। তাঁর সঙ্গে গোটা দলই সেই উত্তেজনায় ফুটছে। সঙ্গে যখন ভারতীয় পুরুষ দল যাঁরা নিয়মিত টেস্ট ম্যাচ খেলে তা বাড়তি উৎসাহ জোগাবে মেয়েদের। মিতালি বলেন, ‘‘আমি নিশ্চিত মেয়েরা যখনই দেখা হবে কথা বলবে। এটা ভাল পুরুষ দলও এখানে রয়েছে কারণ ওরা অনেকবেশি ইউকে-তে খেলেছে, যে কেউ ওদের থেকে জানতে চাইতে পারে, তাতে ওরা সাহায্য করতে পারবে। কারণ দলের বেশিরভাগই বহুদিন পর টেস্ট ম্যাচ খেলবে।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)