কাঁথি আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দিরা, রুদ্ধশ্বাস নাটক শেষে ধরা পড়ল ১ জন

কাঁথি আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দিরাকর্ণ বেরা এবং আহত পুলিশ কর্মী

জাস্ট দুনিয়া ডেস্ক: কাঁথি আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দিরা, তাদেরই এক জন ধরা পড়ল প্রায় দেড় ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকের পর। পুলিশ পায়ে গুলি করে ওই বন্দি কর্ণ বেরাকে গ্রেফতার করলেও বাকি দুই আসামিকে এখনও ধরতে পারেনি। ধরা পড়েনি, সেই দুই যুবকও যারা বোমা-গুলি ছুড়ে আদালত চত্বর থেকে ওই বন্দিদের পালাতে সাহায্য করেছিল।

একেবারে ফিল্মি কায়দায় বুধবার সকালে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল সওয়া ১১টা নাগাদ পুলিশের গাড়িতে আদালত থেকে কাঁথি উপসংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল চার বিচারাধীন বন্দিকে। কিন্তু, পুলিশের গাড়িতে তোলার ঠিক আগেই দুই যুবক একটি বাইক নিয়ে আদালত চত্বরে পৌঁছয়। তাদের সঙ্গে বোমা এবং পিস্তল ছিল।

মুহূর্তের মধ্যেই তারা বোমা ছুড়তে শুরু করে। সঙ্গে গুলিও চালায় বলে অভিযোগ। ওই বোমায় দু’তিন জন পুলিশকর্মী জখম হন। আর সেই ফাঁকে ওই বাইকে গিয়ে চেপে বসে পুলিশ খুন-সহ একাধিক মামলায় বিচারাধীন কর্ণ বেরা। কিন্তু, বাইকটি সেই মুহূর্তে খারাপ হয়ে যায়। বারংবার চেষ্টা করেও সেই বাইক স্টার্ট দিতে না পারায় বাইক ফেলেই কর্ণ-সহ ওই দুই যুবক পালিয়ে যায়। বাকি দুই আসামিও তত ক্ষণে পালিয়ে গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা কর্ণের পিছু নেয়। স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে আশ্রয় নেয় কর্ণ। এর মধ্যেই পুলিশ বিশাল বাহিনী নিয়ে ওই পরিত্যক্ত বাড়িতে গিয়ে পৌঁছয়। পুলিশে তরফে বার বার মাইকে ঘোষণা করা হতে থাকে, ‘‘তুই বাইরে বেরিয়ে আয় হাত উঁচু করে। না হলে পাবলিক তোকে শেষ করে দেবে। আমরা তোকে বাঁচাতে পারি।’’ কিন্তু সে সব ঘোষণায় কর্ণপাত করেনি কর্ণ। এর পর এক পুলিশ কর্মী পাঁচিলের উপরে উঠে কর্ণকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলিতেই জখম হয় কর্ণ। তার পর তাকে গ্রেফতার করে কাঁথি থানায় নিয়ে আসা হয়।

সিসি ক্যামেরার ফুটেজ

সিসি ক্যামেরার ফুটেজ

দুরন্ত পৃথ্বী শ, অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ছুয়ে ফেললেন সৌরভকে

এর আগেও কর্ণা একাধিক বার পুলিশের চোখে ধুলে দিয়ে আদালত চত্বর এবং সংশোধনাগার থেকে পালিয়েছে। কর্ণ পেট্রলপাম্প ডাকাতি-সহ একাধিক মামলায় বিচারাধীন। মহিষাদল থানার এক পুলিশকর্মীকে খুনের ঘটনাতেও সে অভিযুক্ত। তবে, পুলিশ কেন এমন এক বন্দির ক্ষেত্রে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা রেখেছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশপাশি, যে ভাবে কর্ণকে ফের গ্রেফতার করা হয়েছে তাতেও বাহিনীর প্রশংসা করেছেন সকলে।

তথ্য ও ছবি কাঁথি থেকে লেখনী পঞ্চাধ্যায়ী