জাস্ট দুনিয়া ডেস্ক: বর্ষার বিদায় শুরু এ বাংলা থেকে। শনিবার জামশেদপুর থেকে বাঁকুড়া পর্যন্ত বিদায় নিয়েছে বর্ষা। পুরো রাজ্য থেকে বিদায় নিতে বর্ষার আরও দু’তিন দিন লাগবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম, উত্তর ও মধ্য ভারত থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে। তার ফলে ওই এলাকার রাজ্যগুলিতে হেমন্ত এসে গিয়েছে।
আরও খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে
কিছু এলাকায় দিনের বেলায় গরম থাকলেও, সন্ধ্যা নামতেই পারদ নামছে। দিনভর শুকনো বাতাস বইতে শুরু করেছে।
আবহবিদেরা জানাচ্ছেন, এই সময় বায়ুপ্রবাহের অভিমুখ বদলাবে। পশ্চিমবঙ্গেও বঙ্গোপসাগরের জোলো হাওয়ার বদলে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া ঢুকবে।
তবে গাঙ্গেয় বঙ্গে এখনই রাতের তাপমাত্রা খুব বেশি নামবে বলে আবহবিদেরা নিশ্চিত নন। তাঁদের মতে,উত্তর-পশ্চিম ভারতে কতটা ঠান্ডা পড়ছে, তার উপরে উত্তুরে বাতাসের ঠান্ডা নির্ভর করে।
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)