জাস্ট দুনিয়া ডেস্ক: কলেজে এ বার থেকে অনলাইন ব্যবস্থায় ভর্তি ব্যবস্থা চালু করল রাজ্য। স্নাতক স্তরে ভর্তি হতে হবে একেবারেই অনলাইন প্রক্রিয়ায়। সোমবার এ কথা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনলাইনে ভর্তি নিয়ে এ দিন পার্থবাবু সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির অধ্যক্ষ, টিচার ইনচার্জদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
কয়েক দিন আগেই উচ্চশিক্ষা দফতর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। এ দিন ওই বৈঠকের পর পার্থবাবু সেই বিষয়টাকে আরও স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানান, কলেজে ভর্তির ক্ষেত্রে দুর্নীতি আটকাতে রাজ্য সরকার এ বার আগে থেকে সতর্ক। ভর্তি হবে অনলাইনেই। ক্লাস শুরুর আগে কোনও পরিস্থিতিতে পড়ুয়ারা কলেজে যাবেন না। ফি জমা দেওয়া থেকে শুরু করে গোটা ভর্তির প্রক্রিয়াই হবে অনলাইনে। আগে ছাত্রছাত্রীদের নথি যাচাই অথবা কাউন্সেলিংয়ের জন্য কলেজে যেতে হত। এ বার থেকে ক্লাস শুরুর আগে কোনও পড়ুয়া কলেজে যাবেন না। পড়ুয়াদের নথি পরে যাচাই হবে। সেই সময় নথিতে গরমিল থাকলে ভর্তি বাতিল হবে বলেও জানিয়ে দেন শিক্ষামন্ত্রী।
গত কয়েক বছর ধরে কলেজে ভর্তির ক্ষেত্রে বার বার অনিয়মের অভিযোগ উঠেছে। টাকা নিয়ে, মেধা তালিকা না মেনে ভর্তির অভিযোগ ওঠে। বেশির ভাগ ক্ষেত্রেই রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও উঠছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হস্তক্ষেপ করতে দেখা যায়।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে উচ্চ শিক্ষা সচিব রাজেন্দ্র শুক্ল জানিয়ে দেন, অনলাইনে ভর্তি হওয়ার প্রক্রিয়া এ বার পুরোটাই স্বচ্ছ হবে। ছাত্রছাত্রীদের কোনও রকম হেনস্থার সম্মুখীন হতে হবে না। তবে পাশাপাশি তিনি সতর্ক করে দিয়েছেন, ভর্তির পরে কোনও ছাত্রছাত্রীর নথিতে কোনও রকম গরমিল থাকলে ভর্তি বাতিল করবেন কলেজ কর্তৃপক্ষ।